কোহলির অনুপস্থিতিতেও দাপটের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল ভারত, দেখুন পরিসংখ্যান
নতুন বছরে বাবা হচ্ছেন বিরাট। যেকারণে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরে কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল কি অজি বধে সক্ষম হবে? ক্রিকেট ফ্যানদের মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সেখানেই অতীতের এক পরিসংখ্যান ভারতীয় ক্রিকেটপিপাষুদের আস্থা দিতে পারে।

অতীতে বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচেই এমনটা ঘটেছে। সেবার অস্ট্রেলিয়ার ভারত সফরের তৃতীয় টেস্টে বিরাট কোহলি ফিল্ডিং করার সমনে বাউন্ডারির সামনে রান বাঁচাতে গিয়ে বিপজ্জনকভাবে পরে যাওয়ায় কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন। ফলে চতুর্থ টেস্টে তাঁকে বাইরে বসতে হয়েছিল। চার ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচ শেষে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের ফল তখন ১-১।
এই পরিস্থিতিতে ধর্মশালা টেস্টে বিরাটের অনুপস্থিতিতে, সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে দলকে নেতৃত্ব দেন। সেই ম্যাচে ভারত ৮ উইকেটে লড়াই জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল। প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ১১১ করে দলকে ৩০০ রানে পৌঁছে দিয়েছিলেন।
এই রান তাড়া করে লোকেশ রাহুলের ৬০ ও জাদেজার ৬৩ রানে ভর করে ভারত ৩৩২ রান তোলে। দ্বিতীয় ইনিংসে এরপর অজিরা ১৩৭ রানে অলআউট হয়েছিল। এই রান তাড়া করে ভারত ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। সেই সঙ্গে অজিদের ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর সিরিজ জিতেছিল ভারত।