অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করা ভারতীয় বোলারদের চিনে নেওয়া যাক
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। দুই দলের ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই প্রতীক্ষার মাঝে দেখে নেওয়া যাক সবকটি ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়েছেন কোন ভারতীয় বোলার। তালিকায় রয়েছে দুই ভারতীয় বোলারের নাম।

হরভজন সিং
২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ফলো-অনের মুখে পড়েও ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং।

কুলদীপ যাদব
২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। অজি শিবিরের সামনে ২৫৩ রানের লক্ষ্য খাড়া করেছিল টিম ইন্ডিয়া। ম্যাচ জিতেছিলেন নীল জার্সিধারীরা। হ্যাটট্রিক করেছিলেন বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব।

ভারতীয় বোলারদের হ্যাটট্রিক
আন্তর্জাতিক স্তরে মোট ৭টি হ্যাটট্রিক রয়েছে ভারতীয় বোলারদের। টেস্টে তিনটি হ্যাটট্রিক রয়েছে ভারতের। ওয়ান ডে-তে তিনটি হ্যাটট্রিক নিয়েছে মেন ইন ব্লু। টি-টোয়েন্টিতে একটি হ্যাটট্রিক রয়েছে টিম ইন্ডিয়ার।

ভারত বনাম অস্ট্রেলিয়া
আগামী ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে দুই দল। ২ ডিসেম্বর মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হবে তৃতীয় ৫০ ওভারের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ৬ এবং ৮ ডিসেম্বর দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট গোলাপী বল এবং দিন-রাতের ফর্ম্যাটে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট শুরু হবে। জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং গাব্বায় তৃতীয় এবং চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।