শোভন শীঘ্রই ফিরবেন পুরনো ফর্মে! একুশের আগে নিশ্চিত করলেন বান্ধবী বৈশাখী
শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে গিয়েও সক্রিয় হননি। নয় নয় করে ১৫ মাস অতিক্রান্ত, শোভন রয়েছেন নির্জনে। তিনি কবে রাজনৈতিক অন্তরাল থেকে প্রকাশ্য ময়দানে রাজনীতি করতে নামবেন, তা সঠিকভাবে কারও জানা নেই। শুক্রবার রাতে অরবিন্দ মেননের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু শোভনকে নিয়ে আশার বাণী শোনালেন।

পুরনো ফর্মে দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে
শোভন চট্টোপাধ্যায় নিজে এই বৈঠকের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন বৈঠক নিয়ে। তিনি জানিয়েছেন, আগেও শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ময়দানে নামা ও বিজেপিতে সক্রিয় হওয়া নিয়ে কথা হয়েছে। এদিনও হল আবার। খুব শীঘ্রই পুরনো ফর্মে দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে।

অমিতের বৈঠকের পরও শোভন সক্রিয় হননি
আসলে শোভন চট্টোপাধ্যায় ও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুজোর উপহার নিচ্ছেন, আবার কখনও অমিত শাহের ডাকে সাড়ে দিয়ে গোপন বৈঠক করছেন। শোভনের তৃণমূল যোগ স্পষ্ট হতেই বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের এক গভীর রাতে রুদ্ধদ্বার বৈঠক করে গিয়েছিলেন। তারপরও শোভন সক্রিয় হননি।

শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠকের পর জল্পনা
দুর্গাপুজোয় মমতা বন্যোীরপাধ্যায় নিজে হাতে উপহার পাঠিয়েছেন শোভন ও বৈশাখীর জন্য। তারপরই তিনি ফের ছুটেছিলেন অমিত শাহের ডাকে বৈঠকে যোগ দিতে। এবার শোভন-বৈশাখী ভাইফোঁটার উপহারও পেয়েছেন মমতার হাত থেকে। আর তারপরই অরবিন্দ মেনন ফের ছুটলেন শোভনের বাড়ি। শুক্রবার রাতে শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠক করলেন অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী।

শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া স্রেফ সময়ের অপেক্ষা
অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল, শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু শোভন সক্রিয় হননি। এর মাঝে ফের মমতা বন্যো সপাধ্যায়ের ভাইফোঁটার উপঢৌকন পৌঁছে যেতেই বিজেপি ফের সক্রিয় হয়ে ওঠে। মেনন ও অমিতাভ শোভনের বাড়িতে গিয়ে তাঁকে ময়দানে নামা নোর পথ পরিষ্কার করার চেষ্টা করেন।

শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় হওয়ার বার্তা
কিন্তু আশ্চর্যজনকভাবে শোভন এবারও নীরব থেকেছেন। তাঁর হয়ে বৈশাখী মুখ খুলেছেন। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শোভন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির হয়ে তিনি শীঘ্রই কোমর বেঁধে নামবেন ময়দানে। তখনও বৈশাখী শোভনের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন। এবারও তিনি মুখ খুললেন, জানালেন শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয় হওয়ার বার্তা।

শোভনের ভূমিকী কী হবে তা নিয়েই আলোচনা!
শোভন-বৈশাখীর সঙ্গে অরবিন্দ মেনন বা অমিতাভ চক্রবর্তীর কী আলোচনা হয়েছে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা চলচে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে শোভনের ভূমিকী কী হবে তা নিয়েই আলোচনা হয়েছে শুক্রবার। যদিও বিজেপ সূত্রে দাবি করা হয়েছে, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল।