অস্ট্রেলিয়ায় জিম সেশনে বিরাট, শরীর চর্চার ছবিতে সোশ্যাল মিডিয়ায় কম্পন
তাঁর পিতৃত্বকালীন ছুটি নিয়ে যে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল, তা বিরাট কোহলিকে দেখে বোঝার উপায় নেই। অস্ট্রেলিয়ায় বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। জৈব সুরক্ষা বলয়ে রোজ ব্যাট হাতে নেটে দীর্ঘক্ষণ সময় কাটানোর পাশাপাশি বিরাটের ইন্ডোর ফিটনেস ট্রেনিংও চলছে জোরকদমে। সেই অনুশীলনেরই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কম্পন তৈরি করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

আগামী ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে দুই দল। ২ ডিসেম্বর মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হবে তৃতীয় ৫০ ওভারের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ৬ এবং ৮ ডিসেম্বর দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
১৭ ডিসেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট গোলাপী বল এবং দিন-রাতের ফর্ম্যাটে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট শুরু হবে। জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং গাব্বায় তৃতীয় এবং চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।
সীমিত ওভারের সবকটি ম্যাচ এবং অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন বিরাট কোহলি। এরপর তিনি দেশে ফিরে আসবেন। স্ত্রী অনুষ্কা শর্মার প্রসবের সময় তাঁর পাশে থাকবে টিম ইন্ডিয়ার অধিনায়ককে পিতৃত্বকালীন ছুটি দিয়েছে বিসিসিআই। তা নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিরাট কোহলিকে।
Fuel Up ⛽ pic.twitter.com/5cNb1G8gd5
— Virat Kohli (@imVkohli) November 21, 2020
যদিও সেসব সমালোচনা যে তাঁর গায়ে আঁচড় কাটতে ব্যর্থ, তা প্রমাণ করেছেন বিরাট কোহলি। উল্টে অস্ট্রেলিয়ায় বেশ ফুরফুরে মেজাজে জিমে গা ঘামাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট বুঝিয়ে দিয়েছেন, অজিভূমে যতটুকু সুযোগ পাবেন, নিজের সেরাটা উজাড় করে দেবেন।