দুবাইয়ে বিশেষ ২ অতিথির সঙ্গে সাক্ষীর জন্মদিন সেলিব্রেট ধোনির
আইপিএল শেষ, চলতি বছরের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ফলে সামনে এখন মাঠে ফেরা নিয়ে কোনও তাড়া নেই। অবসরের সময়টা তাই পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার স্ত্রীয়ের জন্মদিনে খোসমেজাজে পাওয়া গেল ধোনিকে।

অবসর জীবন চুটিয়ে উপভোগ ধোনির
চলতি বছরের আইপিএলে ব্যাটে ছন্দ পাননি ধোনি, সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার প্লে অফ না খেলেই বিদায় নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। যারপর ধোনিকে নিয়ে নানা সমালোচনা চলছে। এর মাঝে নিজের অবসর জীবন চুটিয়ে উপভোগে ব্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক।

স্ত্রীয়ের জন্মদিন সেলিব্রেশনে মাহি
এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন ধোনি। আর সেখানেই অর্ধাঙ্গিনী সাক্ষী সিং ধোনির ৩২তম জন্মদিন পালন করলেন মাহি। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে এক খেলায়াড় জুটি সাক্ষীর জন্মদিন যোগ দেন।

জন্মদিনের বিশেষ অতিথি
সাক্ষীর জন্মদিনে বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে দেখা গিয়েছে সানিয়া মির্জাকে। ভারতীয় টেনিস সুন্দরী তাঁর স্বামী তথা পাক ক্রিকেটার শোয়েব মালিককে নিয়ে হাজির হন। ভারতীয় জামাই শোয়েব ও স্ত্রী সানিয়া তাঁদের ইনস্টাগ্রামে সাক্ষীর জন্মদিন দারুণ সময় কাটালেন বলে জানিয়েছেন।

ফের কবে ধোনিকে মাঠে ফিরতে দেখা যাবে
দেশের জার্সিতে অগাস্টে অবসর ঘোষণার কারণে চলতি বছরে ধোনিকে আর বাইশ গজে দেখার কোনও সুযোগ নেই। আগামী বছর ফের এপ্রিল আইপিএল ২০২১ শুরু হলে, তখন মাহিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে।
আইপিএল ২০২১-এ কিংস ইলেভেন পাঞ্জাবে কি দেখা যাবে রাহুল-কুম্বলে জুটি?