• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অগ্নিমিত্রার হাত ধরে বিজেপিতে যোগ ৫০০ মহিলা কর্মী-সমর্থকের

  • By অভীক
  • |

বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের হাত ধরে দক্ষিণ ২৪ পরগনা সাগরে বিজেপিতে যোগ দিলেন ৫০০ মহিলা কর্মী-সমর্থক। এরপর থেকেই কংগ্রেস সিপিএম ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে অংশ নিয়েছেন।

অগ্নিমিত্রার হাত ধরে বিজেপিতে যোগ ৫০০ মহিলা কর্মী-সমর্থকের

জানা গেছে শুক্রবার সাগরে বিজেপির স্থানীয় নেতৃত্তের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু করার আগেই কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দমোদরপুরে বিজেপির অনুষ্ঠানে সিপিএম - কংগ্রেস - তৃণমূল থেকে আসা ৫০০ মহিলা কর্মী সমর্থকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পলের হাট থেকে পতাকা নিয়ে দলে অংশগ্রহণ করে খুশি বিজেপিতে আসা যোগদানকারীরা।

এদিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের রুদ্রনগর এলাকায় বিজেপির সভায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দিদিমনি আর দিদিমনির আদরের ভাইপো পরিবারতন্ত্র একটা রাজনীতি শুরু করেছে। ঠিক তেমনি কালিঘাটে দিদি আর ভাইপো আর সাগরে শ্বশুর আর জামাই। তিনি সাগর কেন্দ্রের তৃণমূলের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরাকে উদ্দেশ্য করে বলেন শ্বশুর আর জামাই। উত্তরপ্রদেশের হাথরস কান্ডে দলিত কন্যা ধর্ষণের ঘটনায় শ্বশুর মশাই মোমবাতি মিছিল বের করছে, দিদিমনি কষ্ট পায় আর এই রাজ্যে কোন নারী ধর্ষণ হলে তখন তারা বোবা হয়ে যান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি দীপঙ্কর জানা।মহিলা মোর্চার জেলা সভানেত্রী সর্মিলা হালদার প্রমুখ। এদিকে কুলপি বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ টি বুথ থেকে প্রায় ৫০০ মহিলা যোগদান করায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল।

কলকাতা : আজ থেকে শুরু ছটপুজো, ঘাটে নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় জোর

ছট পুজোয় আদালতের নির্দেশ অমান্য করেই ভিড় রবীন্দ্র সরোবরে, সামাল দিল পুলিশ

English summary
More than 500 people joins BJP with help of Agnimitra Paul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X