সোনার দামের গতি এখনও নড়বড়ে! শুক্রবার ২০ নভেম্বর সোনালী ধাতুর দর একনজরে
ভারতের ঘরোয়া বাজারে এদিন কার্যত সোনার দাম ক্রমাগত অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দামের গতি একটু চাঙ্গা হলেও , পর পর ৫দিন সোনার দাম সেভাবে উন্নতি দেখা যায়নি।

সোনার দাম ২০ নভেম্বর
সোনার দাম এদিন ২০ নভেম্বর ১০ গ্রামে ০. ১১ শতাংশ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বাড়লেও, তা সেভাবে সোনার দামের ট্রেন্ডকে চাঙ্গা করেনি। এদিন ২০ নভেম্ব র সোনার দাম ১০ গ্রামে ৫০, ০২৯ টাকা হয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম বেড়েছে। তবে সেভাবে উত্থান প্রভাব ফেলেনি ভারতের বাজারে। রুপোর দাম এদিন ০. ৩ শতাংশ বেড়েছে । ফলে ১ কেজি রুপোর দাম ৬১৬৯০ টাকা হয়েছে।

সোনার দাম কলকাতায়
সোনার দাম এদিন ২২ ক্যারেটে কলকাতায় রয়েছে ৫০, ০৫০ টাকা। বিয়ের মরশুমের আগে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ৪৫০ টাকা রয়েছে কল্লোলিনী তিলোত্তমায়।

সোনার দাম অন্যান্য শহরে
সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে রয়েছে ৪৭, ৪৫০ টাকা। ২৪ ক্যারেটে রেছে ৫১, ৮৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯, ৮৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০৮৩০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৩৭০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩, ৮৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
খুন, সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল, বিজেপিতে চলে আসুন, শুভেন্দুকে আহ্বান অগ্নিমিত্রার