• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কারচুপির অভিযোগ তুলেও বড় ধাক্কা ট্রাম্পের, জর্জিয়ায় জয়লাভের পর নতুন রেকর্ড বাইডেনের ঝুলিতে

  • |

ফের বড় ধাক্কা ট্রাম্প শিবিরে। অবশেষে জর্জিয়ায় জয় সুনিশ্চিত করলেন বাইজেন। এদিকে এই কেন্দ্রেই ইতিমধ্যেই ভোটগণনায় কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নতুন অডিটে কারচুপির কোনও প্রমাণ মিলেনি বলেই জানা যাচ্ছে।

১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে জয় বাইডেনের

১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে জয় বাইডেনের

এদিন সেক্রেটারি অব স্টেট এর কার্য্যালয় থেকে বাইডেনের জয়ের খবর জানানো হয়েছে। চূড়ান্ত অডিট শেষে দেখা গেছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ১২ হাজার ২৮৪ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন জো বাইডেন। এমনকী গণনায় কারচুপির যে অভিযোগ ট্রাম্প তুলেছিলেন তা সরাসরি এদিন খারিজ করে দিতে দেখা যায় জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট তথা রিপাবলিকান নেতা ব্র্যাড রাফেন্সপারগারকে।

ফের একবার মুখ পুড়ল ট্রাম্পের

ফের একবার মুখ পুড়ল ট্রাম্পের

এদিকে নতুন অডিটের ফলাফলকে খোদ জর্জিয়ার রিপাবলিকান নেতা মান্যতা দেওয়ায় ফের একবার মুখ পুড়ল ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে জর্জিয়ার ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বাইডেনের প্রচার শিবিরের জমসংযোগ পরিচালক জ্যাকলিন রথেনবার্গকে। এমনকী বাইডেনের জয়ের খবর সামনে আসতেই জর্জিয়ার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন ডেমোক্র্যাট সমর্থকেরা।

বাইডেনের ইলেকটোরাল ভোট সংখ্যা বেড়ে দাঁড়ল ৩০৬

বাইডেনের ইলেকটোরাল ভোট সংখ্যা বেড়ে দাঁড়ল ৩০৬

এদিকে জয় প্রসঙ্গে বলতে গিয়ে জ্যাকলিন রথেনবার্গ বলেন, " আমরা জানতাম এই জয় আসবেই। আমরা শতভাগ নিশ্চিতও ছিলাম। কারণ অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল জর্জিয়ার মানুষ ট্রাম্পকে না, বাইডেনের হাতেই আমেরিকার শাসনভার তুলে দিতে চাইছেন। " এদিকে জর্জিয়ার জয়ের সঙ্গে সঙ্গেই বাইডেনের ইলেকটোরাল ভোট সংখ্যা বেড়ে দাঁড়ল ৩০৬। যেখানে ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

১৯৯২ সালের প্রথম জর্জিয়ায় প্রথম জয় ডেমোক্র্যাটদের

১৯৯২ সালের প্রথম জর্জিয়ায় প্রথম জয় ডেমোক্র্যাটদের

প্রসঙ্গত উল্লেখ্য, এই জর্জিয়াতেই ২০১৬ সালের ভোটে ডেমোক্র্যাটিক পদপ্রার্থী হিলারি ক্লিটনকে ৫ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর আর কোনো ডেমোক্র্যাট রাষ্ট্রপতি পদপ্রার্থী এই কেন্দ্রে জয়ী হতে পারেননি। সেই ক্ষেত্রে নতুন রেকর্ড এল বাইডেনের গলায়। এদিকে বাইডেনের জয় সুনিশ্চিত হলেও এখও খাতায় কমলমে আমেরিকার রাষ্ট্রপতি পদে বহাল রয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারী সম্পূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের পরই আমেরিকার শাসনভার হাতে তুলে নেবেন বাইডেন।

ভারতে ১২ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী করোনায় আক্রান্ত, রিপোর্ট ইউনিসেফের

English summary
Democratic candidate Joe Biden defeated Donald Trump and won in Georgia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X