ফের মধুর হওয়ার পথে ভারত-নেপাল সম্পর্ক? ওলি-শ্রিংলা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
আগামী ২৬ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুই দেশের মানুষদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ওলির সঙ্গে বৈঠকে বসবেন বিদেশ সচিব শ্রিংলা। কয়েকদিন আগেই নেপাল সফরে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী ওলির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতীয় সেনাপ্রধান এমএম নারভানে।

মানচিত্র বিবাদ
মূলত হিমালয়ের কোলে অবস্থিত নেপাল তাঁদের নতুন মানচিত্রে উত্তরাখণ্ডের বেশকিছু অংশকে নিজেদের অংশ হিসেবে দাবি করেছিল৷ তার কয়েকদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের ধারচুলায় লিপুলেখে ৮০ কিলোমিটার লম্বা একটি রাস্তার উদ্বোধন করেছিলেন৷ যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ৷

লিপুলেখ, কালাপানি ও লিমপিয়াধুরা নিয়ে বিতর্ক
নেপাল এর প্রতিবাদ জানিয়েছিল এবং এর কয়েকদিন পরেই লিপুলেখ, কালাপানি ও লিমপিয়াধুরাকে নিজেদের সীমান্তের অংশ বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে৷ যার পাল্টা ২০১৯ সালে নভেম্বরে ভারত নতুন মানচিত্রে সেই অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করেছিল৷

নেপালের মানচিত্র প্রকাশের পর ভারতের প্রতিক্রিয়া
নেপাল তাদের মানচিত্র প্রকাশের পর ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছিল৷ যা নিয়ে ভারতের তরফে বার্তা দেওয়া হয়, সীমান্তের এমন কৃত্রিম বৃদ্ধি কোনো মতে বরদাস্ত করা হবে না৷ তবে, ভারতের তরফে দুই দেশের মধ্য়ে তৈরি হওয়া এই সমস্যার সমাধানের জন্য় আলোচনাই একমাত্র পথ বলে জানানো হয়৷ আর সেই উদ্দেশ্য়েই নেপালে ভারতে বিদেশ সচিব শ্রিংলাকে পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি৷

ধীরে ধীরে ভালো হচ্ছে ভারত-নেপাল সম্পর্ক
এদিকে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তারপর থেকেই ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক ফের স্বাভাবিক হচ্ছে বলে আশা ব্যক্ত করেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সেই আবহেই এবার নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে দুই দিনের জন্য কাঠমাণ্ডুতে যাচ্ছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ওয়েইসি চালে কুপোকাত তৃণমূল, বাংলার ঘাসফুল প্রান্তরে গেরুয়া ঝড় সময়ের অপেক্ষা