বাংলা ক্রিকেটে ফের করোনার থাবা! আক্রান্ত অধিনায়ক কার্যত টি-টোয়েন্টি চ্যালেঞ্জের বাইরে
বাংলা ক্রিকেটে ফের থাবা বসাল করোনা ভাইরাস। এবার আক্রান্ত হলেন খোদ সিনিয়র ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে বাদ রেখেই বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে সিএবি। উপসর্গহীন করোনায় আক্রান্ত অভিমন্যুকে আইসোলেশনে রাখা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র মেডিক্যাল প্যানেলের অধীনে বাংলা ক্রিকেট দলের অধিনায়কের চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক মরসুমের অনুশীলনের জন্য বাংলা দলে যোগ দিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। সেখানে তাঁর নিয়মমাফিক কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে সিএবি-র তরফে জানানো হয়েছে। উপসর্গহীন হলেও অভিমন্যুকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। সিএবি-র মেডিক্যাল দলের তত্ত্বাবধানে বাংলা ক্রিকেট দলের অধিনায়কের চিকিৎসা চলছে।
করোনা ভাইরাসে আক্রান্ত অভিমন্যু ঈশ্বরণকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফলে ২৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে হয়তো অংশ নিতে পারবেন না বাংলার অধিনায়ক। অন্তত তেমনই আভাস দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র যুগ্ম সচিব তথা প্রাক্তন ক্রিকেটার দেবব্রত দাস।
উল্লেখ্য, অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বেই গত মরসুমের রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিল বাংলা। ফাইনালে জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্রের কাছে হার স্বীকার করতে হয়েছিল অরুণ লালের দলকে। তবে দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে বাংলা ক্রিকেট দলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। আশা করেছিলেন, এবারের রঞ্জি ট্রফিতেও ভাল কিছু করে দেখাবেন অভিমন্যু ঈশ্বরণরা। যদিও করোনা ভাইরাস সেই আশায় জল ঢেলে দিয়েছে বলা চলে।