আইএসএল ২০২০-২১ : প্রতি দলে ক'জন বিদেশি খেলতে পারবেন? দেখে নেওয়া যাক তালিকা
করোনা ভাইরাসের আবহেই আগামী ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে দেখে নেওয়া এবারের আইএসএলে প্রতি দলে ক'জন বিদেশি ফুটবলার থাকতে পারবেন। দেখে নেওয়া যাক তালিকা। এআইএফএফের নিয়ম অনুযায়ী প্রতি দলে অন্তত একজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন না এএফসি স্বীকৃত ফুটবলার সহ মোট সাত বিদেশি থাকতে পারেন।

এটিকে মোহনবাগান
গত মরসুমের অধিকাংশ বিদেশি ফুটবলারকে ধরে রেখেছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্ডেজ, এডু গার্সিয়ার পাশাপাশি এবার দলে অন্তর্ভূক্ত হয়েছেন তিরি, কার্ল ম্যাকহাগ ও ব্র্যাড ইনম্যান।

বেঙ্গালুরু এফসি
ডিমাস ডেলগাদো, জুয়ানান, এরিক পারটালু, দেশর্ন ব্রাউন, ক্লেইটন সিলভা, ফ্রান গঞ্জালেস ও ক্রিস্টিয়ান ওপসেথ বেঙ্গালুরু এফসি-র সাত বিদেশি। দলে রয়েছেন সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ ভারতীয় ফরোয়ার্ড।

চেন্নাইয়ান এফসি
এবারের আইএসএলে সাত বিদেশিকেই দলে রেখেছে গত বারের রানার্স চেন্নাইয়ান এফসি। তাঁরা হলেন এলি সাবিয়া, রাফায়েল ক্রিভেল্লারো, এনেস সিপোভিক, এসমায়েল গনকালভেস, ফাটকুলো ফাটকুলোয়েভ, জাকুব সিলভেস্টর, মেমো মৌরা।

এফসি গোয়া
সাত বিদেশিকে রেখেই দল সাজিয়েছে এফসি গোয়া। রয়েছেন এডু বেদিয়া, জেমস ডোনাচি, ইগর আঙ্গুলো, ইভান গঞ্জালেজ, আলবার্টো নোগুয়েরা, জর্জ অর্টিজ মেন্ডোজার মতো ফুটবলার।

হায়দরাবাদ এফসি
গত আইএসএলে সেভাবে জ্বলে উঠতে না পারা বিদেশি ফুটবলারদের স্থান পরিবর্তন করেছে হায়দরাবাদ এফসি। বর্তমানে দলে আরিদেন সান্টানা, লুইস সাস্ত্রে, ওদেই ওনাইন্ডিয়া, জোয়েল চিয়ানেস, জোয়াও ভিক্টর, ফ্রান্সিসকো সান্ডাজোর মতো বিদেশি ফুটবলাররা রয়েছেন।

জামশেদপুর এফসি
আইতোর মনরয়, ডেভিড গ্রান্ডে, নেরিজুস ভালসকিস, পিটার হার্টলে, স্টিফেন এজে, অ্যালেক্স লিমা এবং নিক ফিটজগেরাল্ড জামশেদপুর এফসি-র সাত বিদেশি ফুটবলার।

কেরালা ব্লাস্টার্স
আইএসএল ২০২০-২১ মরসুমের প্রথম ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স। দলে সার্জিও সিন্ডোনচা, গ্যারি হুপার, জর্ডন মারে, ভিনসেন্ট গোমেজ, বাকারি কোনে, ফুসুন্ডো পেরেইরা ও কোস্তা এনহামোইনেসুর মতো বিদেশি ফুটবলাররা রয়েছেন।

মুম্বই সিটি এফসি
মুম্বই সিটি এফসি দলে এবার খেলবেন আহমেদ জাহৌহ, হুগো বৌমোআস, মৌরটাডা ফল, বার্থোলোমেউ ওগবেছে, অ্যাডাম লে ফোন্ড্রে, হেরনান সানটানা, সি গোডার্ড।

নর্থইস্ট ইউনাইটেড
ফেড্রিকো গালেগো, ইদ্রিসা সিলা, কোয়েসি আপিয়া, ডিলান ফক্স, বেঞ্জামিন লম্বোট, লুইস মাচাদো, খাসা কামারা।

ওড়িশা এফসি
ভাল কিছু করতে এবারের আইএসএলে অভিজ্ঞ সাত বিদেশিকে নিয়ে খেলছে ওড়িশা এফসি। ম্যানুয়েল ওনউ, স্টিভেন টেলর, মার্সেলিনহো, জ্য়াকব ট্রাট, কোল অ্যালেকজান্ডার, দিয়েগো মৌরিসিও, দিয়াওয়ানডৌ ডিয়াগনে।

এসসি ইস্টবেঙ্গল
আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়াস মাঘোমা, স্কট নেভিল, ড্যানি ফক্স, মাটি স্টেইনম্যান, অ্যারন আমাদি-হলোওয়ে-কে নিয়ে প্রথমবার আইএসএল খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল।