• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, তৃণমূলকে নিয়ে মহাজোটের ডাক ফুরফুরা শরীফের পীরজাদা

  • By অভীক
  • |

ভাঙড়ের ফুলবাড়ীতে একটি ধর্মীয় সভা বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, তৃণমূলকে নিয়ে মহাজোটের ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। বৃহস্পতিবার ভাঙড়ের ফুলবাড়ীতে একটি ধর্মীয় সভা করতে আসেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 'ভাঙড়ের মাঠি পবিত্র মাঠি, এখানে কিছু অসাধু মানুষ এই মাঠি কে অপবিত্র করার চেষ্টা করছে।'

বিজেপিকে রুখতে বাম, কংগ্রেস, তৃণমূলকে নিয়ে মহাজোটের ডাক ফুরফুরা শরীফের পীরজাদা

তিনি জানান, 'ডিসেম্বরে দল ঘোষণা করছি, জানুয়ারিতে প্রতীকে চলে আসবে, আর আপনারা আমার প্রতীকে ভোট দেবেন।' এর পরই তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, 'আমরা ইতিমধ্যে ১০০ টি আসন জয়ের জায়গায় চলে গিয়েছি। এর পাশাপাশি বাংলায় সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে, বাংলা বাঁচাতে আমরা দলীত, আদিবাসী,বাম, কংগ্রেস সহ সবাই কে ডেকেছি,মিলিত মহাজোট হবে। তাতে তৃণমূলকেও স্বাগত জানিয়েছি। যারা এই মহাজোটে আসবে না তারা বিজেপি কে সাহায্য করছে বলে প্রমাণিত হবে।আমরা তাদের বয়কট করব।'

তিনি আরও বলেন,'আগামী বিধানসভা নির্বাচনে ভাঙড় ক‍্যানিংয়ের মানুষ আমার পাশে দাঁড়ালে ভাঙড়ে পীর সুলতান শাহের নামে হসপিটাল তৈরি করব। তাতে প্রচুর মানুষ উপকৃত হবে।'

'কংগ্রেসের অবস্থান সন্দেহজনক, বিচ্ছিন্নতাবাদমুখী', অসমের ভোটের আগে বিস্ফোরক হিমন্ত

English summary
Furfura sharif's Pirzada want Mahajot to stop BJP in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X