করোনা সংক্রমণে চতুর্থ, মৃত্যুতে তৃতীয় বাংলা! পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দিল্লিতে
বৃহস্পতিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৯, ৫৮, ১৪৩ লক্ষের কিছু বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫, ৫৭৬ জন। মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৩১, ৫৭৮ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৭ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৯, ৫৮, ১৪৩ জন।
এদিকে উৎসবের মরশুমের পর পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দিল্লিতে। যা নিয়ে এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতে আক্রান্ত ৮৯, ৫৮, ১৪৩ লক্ষ
বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯, ৫৮, ১৪৩ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৪৩, ৩০৩।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮৩, ৮৩, ৬০২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮, ৪৯৩ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৫৮ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে দিল্লি। আক্রান্তের সংখ্যা ৭৪৮৬। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪২, ৪৫৮। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৭৯৪৩জনের। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সর্বোচ্চ ১৩১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৪১৯। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। সুস্থ হয়েছেন ৭,০৬৬ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ৫০১১ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় সেখানে ১০০ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৬৬০৮ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭, ৫৭, ৫২০। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে রয়েছে বাংলা। ৩৬৬৮ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৪৪২৯ জন।

২৪ ঘন্টায় ১০, ২৮, ২০৩ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ১০, ২৮, ২০৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। আগের দিনে থেকে সারা দেশে পরীক্ষার সংখ্যা একলক্ষের অনেক বেশি কম হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৬, ৫৬৩, ৮০২ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৩৫৪, ৮০২ জনের। সুস্থ হয়েছেন ৩৯, ৩৫২, ২৪১ জন।