কবে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন রোহিত ও ইশান্ত, পাওয়া গেল আভাস
দ্বিপাক্ষিক টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাওয়াই শুধু নয়, সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যদিও তাতে সামিল নেই ওপেনার রোহিত শর্মা ও ফাস্ট বোলার ইশান্ত শর্মা। চোটের কারণে এখনও অজিভূমে পৌঁছতে পারেননি টিম ইন্ডিয়ার দুই ভরসা। তবে কবে তাঁদের সঙ্গে বিরাট কোহলিদের পুনর্মিলন ঘটবে, তার আভাস পাওয়া গিয়েছে।

একসঙ্গে অস্ট্রেলিয়া
বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে, রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে এএকই বিমানে অস্ট্রেলিয়া পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। অজিভূমে পৌঁছে টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে। তারপরেই রোহিত ও ইশান্ত সেখানে টেস্টের জন্য অনুশীলনে নামতে পারবেন বলে প্রাথমিক ভাবে আভাস দেওয়া হয়েছে।

অনুশীলনে রোহিত
আইপিএল ২০২০ শেষ হওয়ার পর বেশকিছু দিন বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তথা এনসিএ-তে পৌঁছে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার এনসিএ প্রধান তথা কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের নজরদারিতে অনেকক্ষণ নেটে ব্যাট করেন হিটম্যান।

আইপিএলে চোট পান রোহিত
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের পেশীতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। চার ম্যাচ তাঁকে মাঠের বাইরে বসতে হয়েছিল। যদিও ফিট হয়ে মাঠে নেমে ফাইনালে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করেন রোহিত।

ফিটনেস পরীক্ষা দিতে হবে ইশান্তকে
আইপিএল ২০২০-তে খেলতে গিয়ে চোট পাওয়া ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়েছিল। সেখানে বেশকিছু দিন ধরে তাঁর ফিটনেস ট্রেনিং চলে। তাতেই ইশান্ত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এনসিএ প্রধান তথা কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটার নেটে বল করতে শুরু করেছেন বলেও খবর। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলের বাইরে রাখা হয়েছে ইশান্ত শর্মাকে। তবে দিল্লির ফাস্ট বোলার নিজেকে সুস্থ প্রমাণ করতে পারলে, তাঁকে দলে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। সেই অনুযায়ী ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিতে হবে ইশান্ত শর্মাকে।

কীভাবে চোট রান ইশু
পেটের নিচের পেশীতে টান ধরা অবস্থাতেই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়েছিলেন ইশান্ত শর্মা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান ইশু। এরপর তাঁর চোট আরও গুরুতর আকার নেয়। রিহ্যাবের জন্য ইশান্তকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়।
চিয়ারলিডারকে দেখলে ফোকাস হারিয়ে ফেলেন কোন ক্রিকেটার, জানালেন রায়না