এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএলের লড়াইয়ে শক্তিতে এগিয়ে কোন দল
২০ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আইএসএল। ইভেন্টের প্রথম দিনই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে ফুটবল প্রেমীরা। তার আগে দুই দলের শক্তি এবং দুর্বলতা মেপে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের কোচ, শক্তি ও অন্যান্য
কোচ : তিন বারের আইএসএল চ্যাম্পিয়ন দলের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। তাঁকে টুর্নামেন্টের অন্যতম সেরা প্রশিক্ষক বলা যেতে পারে।
শক্তি : একটা শক্তিশালী দলের কাছে যা যা থাকা প্রয়োজন, সেই ভারসাম্য, গভীরতা এবং বৈচিত্র এটিকে মোহনবাগানে মজুত রয়েছে। গত বারের দল প্রায় ধরে রাখার পাশাপাশি এটিকে-র সঙ্গে মোহনবাগানের অন্তর্ভূক্তি সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বসুদের শক্তিশালী করেছে।
ভাবনার কথা : অনুশীলন কম পাওয়ায় দলে চোট আঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে মনে করেন কোচ হাবাস।

কেরালা ব্লাস্টার্সের কোচ, শক্তি এবং অন্যান্য
কোচ : মোহনবাগান ২০১৯-২০ মরশুমের আইলিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা, আইএসএলের এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের অন্যতম অস্ত্র হতে চলেছেন।
শক্তি : নতুন করে সাজিয়ে তোলা কেরালা ব্লাস্টার্সের তরুণ ব্রিগেডের দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।
ভাবনা কোথায় : কম সময়ে কোচ কিবু ভিকুনার সঙ্গে ফুটবলারদের রসায়ণ কেমন হবে, সেদিকে তাকিয়ে দেশের ফুটবল মহল।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার জিএমসি স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

ম্যাচ দেখা যাবে
স্টার স্পোর্টসের সবকটি চ্যানেলে দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের প্রথম ম্যাচ। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।
আইএসএল ২০২০-২১ : প্রতি দলে ক'জন বিদেশি খেলতে পারবেন? দেখে নেওয়া যাক তালিকা