করোনা মহামারী শুরুর পর প্রথম সভা! আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রীর শুরু করছেন জেলা সফর
প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি গণবন্টনের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী সপ্তাহেই কর্মসূচি রয়েছে তাঁর। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁর জেলা সফর শুরু করে দিলেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। করোনা মহামারীর কারণে জেলা সফর বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী।

বাঁকুড়ায় রয়েছে প্রশাসনিক বৈঠক
সূত্রের খবর অনুযায়ী, ২৪ নভেম্বর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনেই গণবন্টনের একটি অনুষ্ঠান রয়েছে সেখানে।

করোনা মহামারীর শুরুর পর প্রথম সভা
ওইদিনেই মুখ্যমন্ত্রী একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে। করোনা মহামারী শুরু পর এটাই হবে মুখ্যমন্ত্রী প্রথম সভা। মার্চে দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার জন্য সভা বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তৃণমূল নেতা এবং পুলিশ আধিকারিকরা বাঁকুড়ার সুনুক পাহাড়ির মাঠ পরিদর্শন করেছেন। যেখানেই কিনা গণবন্টনের অনুষ্ঠানটি করা হবে। এব্যাপারে বাঁকুড়ার তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানিয়েছেন তাঁরা সভার মাঠ পরিদর্শন করেছেন। ২৫ নভেম্বর বিকেলে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। সেই সভা তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন শ্যামল সাঁতরা।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রয়েছে আরও সভা
সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও যাবেন। সব জেলাতেই মুখ্যমন্ত্রী সরকারি গণ বন্টন অনুষ্ঠানে অংশ নেবেন। সেইসব অনুষ্ঠানে সরকারি সুবিধা বিলি, যেমন পাট্টা, সাইকেল, জাতিগত প্রশংসাপত্র তুলে দেবেন উপভোক্তাদের হাতে।

সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব সফরে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, তৃণমূলস্তরের পরিস্থিতি সম্পর্কে খবর নিতে পারেন বলেও জানা গিয়েছে।

সেপ্টেম্বরের শেষে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে
সেপ্টেম্বরের শেষে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। কোভিড বিধি মেনেই সেখানে প্রশাসনিক বৈঠক করেছিলেন। উত্তরকন্যায় বৈঠক করে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি জানার চেষ্টা করেছিলেন তিনি। জেলাগুলিতে সরকারি কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর করেছিলেন তিনি। ২৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যান। এরপর ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক করেন। পরেরদিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বুধবার তিনি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের প্রশাসনিক বৈঠক করেন।
প্রসঙ্গত উল্লেখ্য মার্চে সারা দেশে লকডাউন শুরুর আগে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ, মালদহ, রায়গঞ্জ এবং বালুরঘাট সফর করেছিলেন। তবে মাঝের কয়েকমাস তিনি কোনও জেলা সফর করেননি। তবে নবান্ন থেকে তিনি বিভিন্ন জেলার সরকারি কাজ সম্পর্কে খোঁজখবর করেছিলেন।
এখনও বাংলার একশো শতাংশ বুথে পৌঁছতে পারেনি বিজেপি, ২১-এর ভোটের আগে স্বীকার দিলীপ ঘোষের