গুলির শব্দে ঘুম ভাঙল জম্মুর, শ্রীনগর হাইওয়েতে সেনা-জঙ্গি লড়াইতে নিকেশ চার
জম্মু ও কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। এদিন জম্মুর নাগরোটায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জঙ্গির। আজ ভোর পাঁচটা থেকে জম্মু জেলার নাগরোটা এলাকায় বান টোল প্লাজার কাছে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়। এর জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে।

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাছে সেনা-জঙ্গি লড়াই
এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের কাছে বান টোল প্লাজায় কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে একটি গাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা। যথাযোগ্য জবাব দেন জওয়ানরাও। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবারও জঙ্গি হামলায় অশান্ত হয়ে উঠেছিল কাশ্মীর
এর আগে বুধবারই জঙ্গি হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছিল জম্মু ও কাশ্মীর। পুলওয়ামা জেলায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে কমপক্ষে ১২ জন বাসিন্দা জখম হয়েছিলেন বুধবার। পুলওয়ামার কাকাপোরা এলাকায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

২৫০ থেকে ৩০০ জঙ্গি রয়েছে পাক সেনা ছাউনিগুলিতে
এদিকে কাশ্মীরের আইজি রাজেশ মিশ্র দুই দিন আগেই জানিয়েছিলেন, সীমান্তের ওপারে পাকিস্তানের প্রতিটি সেনা ছাউনিতে ২৫০ থেকে ৩০০ জঙ্গি রয়েছে৷ যাদের ভারতে ঢোকাতেই পাকিস্তান গত কয়েকদিন ধরে সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে৷ তবে, পাকসেনার সেই উদ্দেশ্য় ভারতীয় সেনা ভেস্তে দিয়েছে বারংবার।

জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হচ্ছে বারংবার
রাজেশ মিশ্র আরও বলেছিলেন, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা গেলেও, সীমান্তবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তাঁদের সম্পত্তির ক্ষতিও হয়েছে৷ যা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের তরফে মানবাধিকার লঙ্ঘনের এই উদাহরণ তুলে ধরা দরকার৷

নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাক সংঘর্ষ
উল্লেখ্য, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। পাক হামলায় এক ৭ বছরের বালক-সহ ৪ বাসিন্দার মৃত্য়ু হয়। হামলায় ৪ জওয়ান ও ১ বিএসএফ জওয়ান শহিদ হয়েছিলেন। ভারতের জবাবে প্রাণ হারিয়েছিল প্রায় ১১ জন পাক সেনা জওয়ান।
সৌগত-সুদীপ প্রচেষ্টায় শুভেন্দুর মানভঞ্জন? নজর রামনগরের 'মেগা শো'-এর দিকে