• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপির দু'মুখো নীতি জল্পনায়! 'গুপকার গ্যাংকে' তোপ দেগে আবদুল্লাহদের সঙ্গেই কার্গিলে জোট

  • |

কাশ্মীরের গুপকার গ্যাংয়ের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই গ্যাংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। এদিকে, দেখা যাচ্ছে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্গিল শাখায় গুপকার জোটে আবদুল্লাহ শিবিরের ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটে রয়েছে বিজেপি!

 কী ঘটেছে কাশ্মীরে!

কী ঘটেছে কাশ্মীরে!

লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কার্গিল শাখায় গুপকার জোটের ফারুক আবদুল্লাহ ২৬ জন সদস্যের মধ্যে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এই সদস্যদের মধ্যে ১০ জন ফারুকের পার্টি এনসির, ৮ জন কংগ্রেসের ও ৩ জন বিজেপির। এছাড়াও এতে লাদাখ ইউনিয়ন টেরিটটোরি ৩০ জন সদস্যকে মনোনীত করে। আর এই পরিষদে একসঙ্গে বিজেপি ও ন্যাশনাল কন্ফারেন্সের সংঘবদ্ধভাবে থাকা নিয়েই প্রশ্ন উঠছে।

কীভাবে কার্গিলে ফারুক শিবির ও বিজেপির জোট হল!

কীভাবে কার্গিলে ফারুক শিবির ও বিজেপির জোট হল!

২০১৮ সালে কার্গিল কাউন্সিলের ভোটে একটি ত্রিমুখী ফল এসেছিল। ন্যাশনাল কন্ফারেন্স সেখানে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে প্রথমে। অন্যদিকে মেহবুবা মুফতির পিডিপির ২ জন কাউন্সিলর ছিলেন আর বিজেপির একজন। এরপর ২০১৯ লোকসভার পরে, কংগ্রেস আর এনসি (ন্যাশনাল কন্ফারেন্স ) এরসঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়নি। তারা কাশ্মীরের আঞ্চলিক পার্টি পিডিপির সঙ্গে জোট গড়ে। যার সঙ্গে আসেন ৪ জন নির্দল। এরপর কয়েকমাস পরে ওই পিডিপি কাউন্সিলাররা বিজেপিতে যোগ দেন। আর এভাবেই ন্যাশনাল কন্ফারেন্সের সঙ্গে বিজেপির সমঝোতা হয়ে যায়।

দিল্লিতে বিজেপির তোপ,উপত্যকায় জোট!

দিল্লিতে বিজেপির তোপ,উপত্যকায় জোট!

একদিকে দিল্লিতে বিজেপির অমিত শাহ থেকে রবিশঙ্কর প্রসাদরা ক্রামগত ফারুক আবদুল্লাহদের টার্গেট করে গুপকার জোট নিয়ে তোপ দাগছেন। যে জোট ২৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের ডিডিসি ভোটে দাঁড়াচ্ছে। এর আগে ২০১৮ সালে কার্গিল হিল কাউন্সিলে বিজেপি ও ন্যাশনাল কন্ফারেন্স আলাদাভাবে ভোটে লড়ে। তবে এবার LAHDCKর আওতায় বিজেপির মহম্মদ আলি চন্দন চারজন এক্সিকিউটিভ কাউন্সিলরদের অন্যতম হিসাবে কাউন্সিলে রয়েছেন। যে কাউন্সিলের প্রধান ফারুকের পার্টি এনসির ফিরোজ খান।

 কার্গিল কাউন্সিলে ক্ষমতায় এনসি-বিজেপি একসঙ্গে!

কার্গিল কাউন্সিলে ক্ষমতায় এনসি-বিজেপি একসঙ্গে!

এদিকে, কার্গিলের কাউন্সিলে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে ন্যাশনাল কন্ফারেন্সের প্রতিনিধিদের একসঙ্গে থাকা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এবিষয়ে লাদাখে বিজেপির সাংসদ সেরিং দাবি করেছেন, 'বিজেপি জোটে রয়েছে। খোলাখুলি ভাবে রয়েছে। আগেও সম্পূর্ণভাবে থাকবে। আমরা জোটে আছি তো আছি..!'

 কার্গিল দখলে বিজেপির প্রয়াস শুরু!

কার্গিল দখলে বিজেপির প্রয়াস শুরু!

এদিকে লাদাখের সাংসদ সেরিংয়ের দাবি, কার্গিল এনসি আগামী দিনে বিজেপিই দখলে রাখবে। কোনও অন্য পার্টি এখানে দাঁত ফোটাতে পারবে না।

English summary
BJP and NC join hands in Kargil of Ladakh autonomous Hill Development council
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X