কবে ইংল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া? রুটদের বিরুদ্ধে কটি টেস্ট খেলবেন বিরাটরা?
২০২১ সালের জানুয়ারিতে শেষ হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ওই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট খেলতে যাবেন বিরাট কোহলিরা। কবে থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ, তা জানিয়ে দিল ইসিবি। দুই দলের মধ্যে কটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, সেদিকেও চোখ রাখা যাক।

কবে শুরু ভারতের ইংল্যান্ড সফর
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি-র তরফে জানানো হয়েছে, ২০২১ সালের অগাস্টে তাদের দেশে টেস্ট খেলতে যাবে টিম ইন্ডিয়া। ওই বছরের ৪ অগাস্ট থেকে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে বলে জানানো হয়েছে।

প্রথম দুই টেস্ট
বুধবার ইসিবি যে সূচি প্রকাশ করেছে, সে অনুযায়ী ২০২১ সালের ৪ থেকে ৮ অগাস্ট পর্যন্ত ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে। ১২ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে এই ম্যাচ।

তৃতীয় ও চতুর্থ টেস্ট
হেডিংলে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০২১-এর ২৫ অগাস্ট থেকে শুরু হবে ম্যাচ। ২৯ অগাস্ট প্রতিযোগিতা শেষ হওয়ার কথা। ওভালে ২ সেপ্টেম্বর থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হবে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ম্যাচ।

পঞ্চম টেস্ট
ইসিবি-এর প্রকাশিত সূচি অনুযায়ী ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ চলার কথা।

২০১৮ সালের ফল
২০১৮ সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে ওই সিরিজ হেরেছিল।
আইপিএল ও পিএসএল ২০২০-এর পুরস্কার মূল্যের পার্থক্য ঠিক কতটা?