• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ইতিহাসে প্রথম কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত মহিলাদের টি-টোয়েন্টি! নিশ্চিত করল আইসিসি

  • |

২০২২-এর কমনওয়েলথ গেমসে অন্তর্ভূক্ত হল মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। বুধবার আইসিসি-র তরফে এই ঐতিহাসিক খুশির খবর শোনানো হয়েছে। টুর্নামেন্টের অংশ হতে দলগুলিকে কোন কোন ধাপ পেরোতে হবে, তাও জানিয়ে দিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কবে থেকে শুরু প্রতিযোগিতা

কবে থেকে শুরু প্রতিযোগিতা

এখনও পর্যন্ত যা খবর, ২০২২ সালের ২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহ্যামে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এবারই প্রথম কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভূক্ত হল।

দ্বিতীয় বার গেমসে অন্তর্ভূক্ত ক্রিকেট

দ্বিতীয় বার গেমসে অন্তর্ভূক্ত ক্রিকেট

মহিলাদের টি-টোয়েন্টি নিয়ে মোট দুই বার কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করা হল। ১৯৯৮ সালে প্রথম বার গেমসে বাইশ গজের খেল দেখেছিলেন ক্রীড়া প্রেমীরা। সেবার কুয়ালালামপুরে হয়েছিল প্রতিযোগিতা।

যোগ্যতা অর্জনের নিয়ম

যোগ্যতা অর্জনের নিয়ম

কমনওয়েলথ গেমস ফেডারেশন বা সিজিএফের সঙ্গে আলোচনার পর আইসিসি-র তরফে জানানো হয়েছে, পয়লা এপ্রিল ২০২১ পর্যন্ত বিশ্ব তালিকার প্রথম ছয় দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সপ্তম দল হিসেবে গেমসে অংশ নেবে আয়োজক ইংল্যান্ড। অষ্টম দল কারা হবে, তা যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে ঠিক হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে।

যোগ্যতা অর্জন পর্ব

যোগ্যতা অর্জন পর্ব

২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচ শেষ হবে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। ততদিনে যোগ্য দল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেও জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপই পথ দেখিয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপই পথ দেখিয়েছে

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়েছে আইসিসি। আর দেরি না করে মহিলা ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে তারা কমনওয়েলথ গেমস ফেডারেশন বা সিজিএফের দ্বারস্থ হয়। দুই পক্ষের সম্মতিতেই গেমসের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে।

আইপিএল ২০২০-তে কোন দল ও ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে ব্যস্ত থেকেছে টুইটার

English summary
Women's T20 has included in Commonwealth Games, first time in history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X