কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের নৃশংস গ্রেনেড হামলা! মুহূর্তে আহত ১২
ফের একবার রক্তাক্ত উপত্যকা। এদিন পুলওয়ামাতে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে র হামলায় ১২ জন আহত হয়েছেন। জানা গিয়েছে এই হামলা সেনাকে নিশানা করে কারা হয়। প্রসঙ্গত ২০১৯ সালে, গোটা দেশ ১৪ ফেব্রুয়ারির নারকীয় জঙ্গি হামলা দেখেছিল এই পুলওয়ামাতেই । ফের সেখানে আরেকরবার হামলা!

কী ঘটেছে?
জানা গিয়েছে, এদিন পুলওয়ামাতে সেনাকে লক্ষ্য করে একদল জঙ্গি গ্রেনেড ছুঁড়তে থাকে। রাস্তাতেই তা ফাটবে এমন টার্গেট ছিল তাদের। কিন্তু ঘটনাক্রমে ১২ জন স্থানীয় নিরস্ত্র মানুষ এতে আহত হন।

বিস্ফোরণ , মুহূর্তে রক্তাক্ত এলাকা!
জানা গিয়েছে, পুলওয়ামার কাকাপোরা এলাকায় মুহূর্তে বিস্ফোরণ ঘটে গ্রেনেডর। বস্ফোরণের ফলে স্প্লিন্টার এসে ক্ষতিগ্রস্ত করে ঘটনাস্থলে থাকা স্থানীয়দের।

পাকিস্তানের গোলায় নিহত স্থানীয়!
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সীমান্ত চুক্তি লঙ্ঘনের ফলে ছোঁড়া গোলায় স্থানীয় এক ৪ বছরের শিশুর মৃত্যু হয়। দেখা যাচ্ছে উপত্যকায় শীত নামতেই ক্রমাগত পরিস্থিতি তাতাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের উদ্দেশ্য!
মূলত, কাশ্মীরকে টার্গেট করে , শীত পড়তেই সীমান্তে গোলাগুলি জোরদার করে সীমান্ত পথে জঙ্গি অনুপ্রবেশ ঘটায় পাকিস্তান। আর সেই মর্মে এবারেও তারা সচেষ্ট। যদি এপর্যন্ত প্রায় ৩০০ জঙ্গির অনুপ্রবেশ রুখেছে ভারতীয় সেনা।