আগে আন্দোলন পরে আসন, বাম-কংগ্রেস জোটের মন্ত্র নির্ধারণ করলেন অধীর-সূর্যরা
২০২১-এর যুদ্ধে নামতে এবার নয়া মন্ত্র নিল বাম-কংগ্রেস। জোট যে হবে তা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, হলও। কিন্তু এবার দুই দলই জোট করার আগে এক মন্ত্রে দীক্ষিত হল। 'আগে আন্দোলন, পরে আসন।' জোটে্র মন্ত্র নির্ধারণ করে অধীর চৌধুরী ও সূর্যকান্ত মিশ্ররা যৌথ আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন।

আসন সমঝোতা পরে হবে, আগে আন্দোলন
২০২১-এর ভোট যুদ্ধে জোট বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস। সেই রণনীতি ইতিমধ্যেই ঠিক করে ফেললেন অধীর চৌধুরী, আবদুল মান্নান থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। মঙ্গলবার এক বৈঠকে বসেছিল বাম-কংগ্রেস নেতৃত্ব। সেই বৈঠকে স্থির হয়েছে, আসন সমঝোতা পরে হবে। আগে বাম-কংগ্রেস একসঙ্গে ময়দানে নামবে।

সাধারণ ভোটার থেকে দলীয় কর্মীদের বার্তা
সিদ্ধান্ত হয়েছে, ব্লক স্তর পর্যন্ত হাতে হাত মিলিয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে। সাধারণ ভোটার থেকে দলীয় কর্মীদের বার্তা দিতেই এই আন্দোলন চালিয়ে যেতে হবে। শুধুমাত্র আসন সমঝোতা করতেই জোট করবে না বাম-কংগ্রেস। ২০১৬-য় ওই জোট করে কোনও ফায়দা হয়নি। এবার তাই জোটের ভোট কৌশল একটু বদল করা হয়েছে।

রাজ্যে নতুন সরকার গড়ার লক্ষ্য নিয়েই এই জোট
বাম-কংগ্রেস যৌথ নেতৃত্ব জানিয়েছে, এই জোট একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আবার বিজেপির বিরুদ্ধে। রাজ্যে নতুন সরকার গড়ার লক্ষ্য নিয়েই এই জোট এগোবে। অধীর বলেন, বিজেপিকে আটকাতে এবং বাংলা শাসন ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২৬ নভেম্বর থেকে একসঙ্গে ময়দানে নামছে বাম-কংগ্রেস
অধীর বলেন, যৌথ আন্দোলনে ২৬ নভেম্বর থেকে ময়দানে নামছে বাম-কংগ্রেস। তারপর আস্তে আস্তে টিম তৈরি হবে। কারা খেলবে টিমে, সে তো নির্ধারণ হবেই। বিমান বসু জানিয়েছেন, ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ও কৃষক সংগঠন। এই কর্মসূচিকে সামনে রেখেই একসঙ্গে পথে নামছে বাম-কংগ্রেস।

এবার নিচুতলার কর্মীরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছেন
২০১৬-র বিধানসভা নির্বাচনেও জোট বেঁধে লড়ে বাম ও কংগ্রেস। কিন্তু আদতে কোনও লাভ হয়নি। অভিযোগ, নিচুতলার নেতৃত্বের কাছে সেভাবে জোটের বার্তা পৌঁছয়নি। ফলে মানুষ বুঝতে পারেনি এই জোটের গুরুত্ব। এবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি। গতবার কোনও যৌথ আন্দোলন করেনি। এবার নিচুতলার কর্মীরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছেন।
ভারত-নেপাল সম্পর্ক নাক গলানো নিয়ে চিনকে পরোক্ষ হুঁশিয়ারি! কী বার্তা দিলেন রাজনাথ সিং?