• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হঠাৎ সৌরভের প্রশংসায় পঞ্চমুখ বুকানন বিরাটকেই যোগ্য উত্তরসূরি বাছলেন

  • |

একদা শত্রু তথা প্রাক্তন কোচ জন বুকানন আচমকাই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে মহারাজের যোগ্য উত্তরসূরি হিসেবেও বাছলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রশিক্ষক। ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ঠিক কোন ব্যাপারে সৌরভ ও বিরাটের প্রশংসা করলেন প্রাক্তন অজি কোচ, তা জেনে নেওয়া যাক।

সৌরভ সম্পর্কে বুকানন

সৌরভ সম্পর্কে বুকানন

কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত অধিনায়কত্ব কেড়ে নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন জন বুকানন। তা নিয়ে এখনও আলোচনা চলে ক্রিকেট মহলে। সেই প্রাক্তন কোচই যখন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন অবাক তো হতেই হয়। মহারাজের নেতৃত্বেই যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধ দাপট দেখাতে শুরু করেছেন, তা মেনে নিয়েছেন জন বুকানন। স্বীকার করেছেন, সৌরভই টিম ইন্ডিয়ায় আগ্রাসন আমদানি করেছেন। সেই সময় থেকেই ভারতীয় ক্রিকেট দল বিদেশে প্রতিপক্ষের চোখে চোখ রেখে উত্তর দিতে শিখেছিল বলে জানিয়েছেন বুকানন।

বিরাট যোগ্য উত্তসূরি

বিরাট যোগ্য উত্তসূরি

মহেন্দ্র সিং ধোনি নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে বেছে নিয়েছেন জন বুকানন। বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলের মধ্যে সেই আগ্রাসী মেজাজ চোখে পড়ে বলে জানিয়েছেন প্রাক্তন অজি কোচ।

২০১৮ সালের সিরিজ

২০১৮ সালের সিরিজ

ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজে ব্যাট হাতে সাড়া জাগিয়েছিলেন টিম ইন্ডিয়ার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। তবে ওই সিরিজ জয়ের পিছনে বিরাট কোহলির অধিনায়কত্বকেও প্রধান্য দিয়েছেন জন বুকানন।

অস্ট্রেলিয়ায় সফল নেতা সৌরভ

অস্ট্রেলিয়ায় সফল নেতা সৌরভ

২০০১ সালে স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তিন বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল মহারাজের টিম ইন্ডিয়া।

ওয়ান ডে মোকাবিলায় কেন বুমরাহ-কে সমঝে চলবে অস্ট্রেলিয়া? দেখে নিন পরিসংখ্যান

English summary
John Buchanan compares Team India captain Virat Kohli with legend Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X