কিংমেকার হবেন শুভেন্দু! তৃণমূল ছাড়ার গন্ধ পেতেই ডাকাডাকি শুরু সব দলের
শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন তাঁর সমর্থনে কতটা আওয়াজ উঠতে পারে। মাত্র তিনমাস তৃণমূল থেকে একটু দূরত্ব রেখে সমান্তরাল জলসংযোগ চালাতেই নিজেকে বাংলার মুখ করে তুলেছেন শুভেন্দু। দিদির পাশাপাশি দাদাকে নিয়েও চর্চা চলছে। শুভেন্দু কিং না হলেও যে কিংমেকার হতে পারেন, সেই আভাস পেয়েই তাঁকে পেতে ঝাঁপাচ্ছে সব দল।

বিজেপি থেকে শুরু করে কংগ্রেস ডাকছে শুভেন্দুকে
তিনমাস ধরে শিরোনামে উজ্জ্বল তিনি। তৃণমূলের সঙ্গে একটু দূরত্ব তৈরি হতেই বিভিন্ন বিরোধী দল থেকে ডাক আসতে শুরু করেছে। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস- তাঁকে দলে যোগদান করাতে দরজা খুলে দিয়েছে। এমতাবস্থায় নতুন দল তৈরির জল্পনাও ভাসছে হাওয়া। শুধু সিপিএম তাঁকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি।

তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দুর সঙ্গে বৈঠকে
শুভেন্দুকে ঘিরে যখন সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে, তখনই মমতার নির্দেশে তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন। আগে প্রশান্ত কিশোর তাঁর বাড়িতে ছুটেছিলেন, তা আমল দেননি শুভেন্দু। তবে এবার গোপনীয়তার সঙ্গে এই বৈঠকে তিনি উপস্থিত হন বলেই বিশেষ সূত্রের খবর।

দুই বর্ষীয়ান সাংসদ শুভেন্দুকে ধরে রাখার দায়িত্বে
শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদের গোপন বৈঠক হয়। আরও এক সাংসদের বৈঠক হওয়ার কথা আছে। এই দুই বর্ষীয়ান সাংসদকেই দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দুকে ধরে রাখার বিষয়ে। এই বৈঠক ফের তৃণমূলের পালে হাওয়া এনে দিলেও, শাসকদলের বর্তমান নেতৃত্ব নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে।

মমতা-সুব্রত রাশে আস্থা, পিকে-অভিষেকে নয়
বিশেষ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর তাঁর মনের কথা তুলে ধরেছেন বর্ষীয়ান সাংসদের সঙ্গে মুখোমুখি বৈঠকে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ওই সংসদ সদস্যকে জানিয়েছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়-সুব্রত বক্সিদের নেতৃত্ব কাজ করতে কোনও অসুবিধা নেই তাঁর। কিন্তু প্রশান্ত কিশোর-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেভাবে দল চালাচ্ছেন, তা মেনে নেওয়া যাচ্ছে না।

মুকুল-দিলীপ-অধীররা ডাকছেন শুভেন্দুকে
শুভেন্দু ১৯-শে মেগা শো করবেন রামনগরে। সেদিনই তিনি বিস্ফোরণ ঘটাবেন বলে হুঙ্কার ছেড়েছিলেন। এরই মাঝে তাঁকে বিভিন্ন দল থেকে ডাকাডাকি শুরু হয়ে যায়। মুকুল রায়, দিলীপ ঘোষ থেকে শুরু করে অধীর চৌধুরীরাও তাঁকে তাঁদের দলে যোগ দেওয়ার আহ্বান করেন। শেষমেশ আসরে নামে তৃণমূল। শুভেন্দুকে ধরে রাখতে তারাও আগ্রহী বলে জানায়।

রামনগরের মেগা শো থেকে কী বার্তা দেবেন শুভেন্দু
এখন দেখার শুভেন্দু কী করেন, তৃণমূল ছেড়ে বিজেপির পথে পাড়ি দেন, নাকি পৃথক দল গড়ে ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন! রামনগরের মেগা শো থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। শুভেন্দু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনও বার্তা দিতে পারেন ওইদিন।