মুডিজের পর ভারতের জিডিপি প্রবদ্ধি নিয়ে বড়সড় আশার কথা শোনাল গোল্ডম্যান স্যাকস
আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। এদিকে কোভিড আঘাত সামলে চলতি অর্থবর্ষের শেষে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে ১০শতাংশ পর্যন্ত সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক বা আইএমএফ-র মতো অর্থ বিশ্লেষক সংস্থারা। এবার সেই পথে হেঁটেই আগের পূর্বাভাস বদল করল বিখ্যাত অর্থ বিশ্লেষক সংস্থা গোল্ডম্যান স্যাকস। এদিকে এর আগে তাদের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরের শেষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি বড়সড় ধাক্কা খেয়ে প্রায় ১৪.৩ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।

বর্তমানে দু-মাস আগের সেই পরিসংখ্যান থেকেই বেশ কিছুটা সরে এসে গোল্ডম্যান স্যাকস জানাচ্ছে চলতি অর্থবর্ষে ভারতে সর্বোচ্চ ১০.৩ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচন দেখা যেতে পারে। মঙ্গলবারই এই নতুন পূর্বাভাস দেয় তারা। তবে আগামী বছরের প্রথমার্ধের মধ্যে করোনা টিকার দেখা মিললে আগামী অর্থবছরে আরও দ্রুত ভারতীয় অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব বলেও জানান গোল্ডম্যান স্যাকসের অর্থনৈতিক বিশ্লেষকরা।

শুধু চলতি অর্থবর্ষেই নয় ২০২১-২২ অর্থবর্ষেও ভারতীর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশার কথা শোনাল গোল্ডম্যান স্যাকস। তাদের ধারণা আগামী অর্থবর্ষেই ভারতীয় অর্থবর্ষে ফের ঘুরে দাঁড়বে দেশীয় অর্থনীতি। এমনকী ১৩ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধিরও দেখা মিলতে পারে বলে তাদের মত। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহেই ভারতীয় অর্থনীতিক পুনরুদ্ধার নিয়ে নতুন করে আশার কথা শোনাতে দেখা যায় আর এক বিখ্যাত অর্থ বিশ্লেষক সংস্থা মুডিজকে। টিকা আবিষ্কারের কথা জোরদার হতেই তারও তাদের আগের পূর্বাভাস থেকে বেশ খানিকটা সরে এসে ভারতীয় অর্থনীতির জন্য বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়।
জেলবন্দি থেকেও বিলাসবহুল জীবন কাটাচ্ছেন লালু! ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় বিহারে