আইএসএলের আগে কোন দুই বিষয় নিয়ে চিন্তা বাড়ছে এটিকে মোহনবাগান কোচের!
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল ২০২০-২১। তার আগে মূলত দুটি বিষয় নিয়ে এটিকে মোহবাগানের কোচ গভীর চিন্তায় পড়ে গিয়েছেন। তবে দলের ফুটবলারদের ওপর আস্থা রয়েছে স্প্যানিশ কোচের। এটিকে মোহনবাগানের পক্ষে এবার আইএসএল খেতাব ধরে রাখা সম্ভব বলেও মনে করেন টু্র্নামেন্টের অন্যতম সফল কোচ।

কম অনুশীলন
আইএসএল শুরুর আগে গোয়ায় এটিকে মোহনবাগানের ফুটবলাররা যতটা অনুশীলন করার সুযোগ পেয়েছেন, তা যথেষ্ট নয় বলে মনে করেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। একই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি ম্যাচ না পেয়েও অসন্তুষ্ট হয়েছেন স্প্যানিশ কোচ। যদিও টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলের কাছেই পরিস্থিতি একরকম বলে কিছুটা হলেও ভরসা পাচ্ছেন আইএসএলের সবচেয়ে সফল কোচ।

চোট নিয়ে চিন্তায়
মরসুম শুরুর আগে কম অনুশীলন পাওয়ায় মাঠে নেমে ফুটবলাররা চোট-আঘাতে জর্জরিত হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্টোনিও লোপেজ হাবাস। এর জন্য তাঁদের কাছে বিকল্প পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এটিকে মোহনবাগানের কোচ।

কবে নামছে এটিকে মোহনবাগান
২০ নভেম্বর শুরু হচ্ছে আইএসএল ২০২০-২১। প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। যারা এবার খেতাব ধরে রাখার জন্য লড়াই করবে।

কবে বড় ম্যাচ
২৭ নভেম্বর আইএসএল অভিযান শুরু হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের। ওই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। হাই-ভোল্টেজ ওই ম্যাচের জন্য তাঁদের আগাম কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস।