• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘‌দেশি গার্ল’‌ প্রিয়াঙ্কা এবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত মনোনীত হলেন

মুম্বই ছেড়ে বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া নাম লিখিয়েছেন আন্তর্জাতিক তারকাদের তালিকায়। বিয়েও করেছেন পপ সিঙ্গার নিক জোনাসকে। এবার আরও একটি নতুন পালক জুড়ল প্রিয়াঙ্কার মুকুটে। সোমবার পিগি চপস তাঁর ভক্তদের সঙ্গে টুইটারে এই নতুন সংবাদ ভাগ করে নেন। তিনি জানান, ইতিবাচক পরিবর্তনে জন্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল (‌বিএফসি)‌ প্রিয়াঙ্কাকে দূত হিসাবে মনোনীত করেছে। টুইটারে এই খবর শেয়ার করার পর তিনি এও জানিয়েছেন যে তিনি একাধারে খুশি এবং উত্তেজিতএই নতুন সফর নিয়ে।

প্রিয়াঙ্কার মুকুটে নয়া পালক, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত দেশি গার্ল
বিএফসির দূত

বিএফসির দূত

টুইটারে প্রিয়াঙ্কা এও প্রকাশ করেছেন যে আগামী একবছর তিনি লন্ডনে থাকবেন এবং এখানেই কাজ করবেন এবং এতে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করতেন। প্রিয়াঙ্কা টুইটে বলেন, ‘‌ইতিবাচক পরিবর্তনের জন্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল আমায় তাদের দূত হিসাবে সম্মানিত করেন, আগামী এক বছর আমি লন্ডনে থেকেই কাজ করব। আমাদের কিছু দারুণ উদ্যোগ রয়েছে যা শীঘ্রই জানাব এবং আমাদের এই যাত্রায় আপনাদের পাশে চাই।'‌

ফ্যাশন নিয়ে প্রিয়াঙ্কা যা ভাবেন

ফ্যাশন নিয়ে প্রিয়াঙ্কা যা ভাবেন

এই টুইটের সঙ্গে প্রিয়াঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত লেখেন। যেখানে তিনি প্রকাশ করেছেন, ‘‌ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিতে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি'।

অ্যাম্বাসাডার হিসাবে প্রিয়াঙ্কার প্রথম কাজ কি হবে

অ্যাম্বাসাডার হিসাবে প্রিয়াঙ্কার প্রথম কাজ কি হবে

এ বছর খুব অন্যরকম ভাবে হবে ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২০, যাতে সহায়তা করবেন পিগি চপস। এই বছর এই অনুষ্ঠান একেবারে ডিজিটাল পদ্ধতিতে হবে এবং পরিবেশবান্ধবতাবজায় রেখে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এনেছে এমন ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করা হবে। প্রিয়াঙ্কা কিছু কৌশল নিয়ে বিএফসির সঙ্গে কাজ করবে।

 সামাজিক কাজেও যুক্ত পিগি চপস

সামাজিক কাজেও যুক্ত পিগি চপস

প্রিয়াঙ্কা সর্বদাই বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন। ২০১৬ সালে তাঁকে ইউনিসেফের গুডউইল দূত হিসাবে মনোনীত করা হয়। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গেও নিযুক্ত রয়েছেন।

English summary
priyanka chopra is the british fashion councils new ambassador
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X