আইএসএলে ২০২০-২১ : নজরে লাল-হলুদ, সবুজ-মেরুন সহ প্রথম ৪ দলের শক্তি ও দুর্বলতা
আর তিন দিন পরই শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আইএসএল। ইভেন্টের প্রথম দিনই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে ফুটবল প্রেমীরা। তার আগে টুর্নামেন্টে অংশ নিতে চলা এগারো দলের শক্তি এবং দুর্বলতা মেপে নেওয়া যাক।

এটিকে মোহনবাগান
কোচ : তিন বারের আইএসএল চ্যাম্পিয়ন দলের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। তাঁকে টুর্নামেন্টের অন্যতম সেরা প্রশিক্ষক বলা যেতে পারে।
শক্তি : একটা শক্তিশালী দলের কাছে যা যা থাকা প্রয়োজন, সেই ভারসাম্য, গভীরতা এবং বৈচিত্র এটিকে মোহনবাগানে মজুত রয়েছে। গত বারের দল প্রায় ধরে রাখার পাশাপাশি এটিকে-র সঙ্গে মোহনবাগানের অন্তর্ভূক্তি সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বসুদের শক্তিশালী করেছে।
ভাবনার কথা : অনুশীলন কম পাওয়ায় দলে চোট আঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে মনে করেন কোচ হাবাস।

এসসি ইস্টবেঙ্গল
কোচ : প্রথমবার আইএসএল খেলতে চলা এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলারের অভিজ্ঞতা দলের সম্পদ হতে চলেছে।
শক্তি : তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণে শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের। দলে দেশি ও বিদেশি ফুটবলারদের ভারসাম্যও অসাধারণ।
ভাবনার বিষয় : দলকে মনের মতো করে সাজাতে হাতে মাত্র দেড় মাস সময় পেয়েছেন রবি ফাউলার। সেক্ষেত্রে মাঠে ফুটবলাদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখলে অবাক হওয়ার কিছু নেই।

বেঙ্গালুরু এফসি
কোচ : ২০ নভেম্বর থেকে শুরু হতে চলা আইএসএলে কার্লেস কুয়াড্রাট বেঙ্গালুরু এফসি-র অন্যতম মগজাস্ত্র।
শক্তি : দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসি-র প্রধান শক্তি। দুর্ভেদ্য রক্ষণভাগ এই দলের অন্যতম অস্ত্র।
ভাবনা কোথায় : গত আইএসএলে সেভাবে জ্বলে উঠতে পারেনি বেঙ্গালুরু এফসি-র রক্ষণভাগ। এবার সেই দুর্বলতা দূর করাটাই সুনীল ছেত্রীদের সামনে বড় চ্যালেঞ্জ।

কেরালা ব্লাস্টার্স
কোচ : মোহনবাগান ২০১৯-২০ মরশুমের আইলিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা, আইএসএলের এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের অন্যতম অস্ত্র হতে চলেছেন।
শক্তি : নতুন করে সাজিয়ে তোলা কেরালা ব্লাস্টার্সের তরুণ ব্রিগেডের দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা।
ভাবনা কোথায় : কম সময়ে কোচ কিবু ভিকুনার সঙ্গে ফুটবলারদের রসায়ণ কেমন হবে, সেদিকে তাকিয়ে দেশের ফুটবল মহল।
আইএসএলের আগে কোন দুই বিষয় নিয়ে চিন্তা বাড়ছে এটিকে মোহনবাগান কোচের!