করোনা সংক্রমণে 'ঐতিহাসিক' পতনের পরের দিনও কমল আক্রান্তের সংখ্যা ! চিন্তা বাড়াচ্ছে দিল্লি আর বাংলা
মঙ্গলবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৮, ৭৪, ২৯১ লক্ষের কিছু বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯,১৬৪ জন। মৃত্যু হয়েছে ৪৪৯ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৩০, ৫১৯ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৭ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮২, ৯০, ৩৭১ জন।
রাজ্যে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি! সংক্রমণে বাংলায় দ্বিতীয় স্থানে পৌঁছে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন

ভারতে আক্রান্ত ৮৮, ৭৪, ২৯১ লক্ষ
মঙ্গলবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮, ৭৪, ২৯১ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৫৩, ৪০১।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮২, ৯০, ৩৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০, ৭৯১ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৪২ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি দিল্লিতে, দ্বিতীয়স্থানে স্থানে পশ্চিমবঙ্গ
২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে দিল্লি। আক্রান্তের সংখ্যা ৩৭৯৭। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০, ১২৮। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৭৭১৩জনের। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সর্বোচ্চ ৯৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩০১২। ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৬০ জনের মৃত্যু হয়েছে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছেন ৩০০১ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭, ৪৯, ৭৭। ২৪ ঘন্টায় সব থেকে বেশি ৬৫৬৭ জন সুস্থ হয়েছেন দিল্লিতে। তারপরেই স্থান বাংলার। সেখানে ৪৩৭৬ জন সুস্থ হয়েছেন। সুস্থতার নিরিখে তৃতীয়স্থানে রয়েছে দিল্লি। ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছেন ৩৫৬০ জন। পশ্চিমবঙ্গের সন্নিহিত বিহার ও অসমের পরিস্থিতিও যথেষ্টই ভাল। ২৪ ঘন্টায় দুই রাজ্যে যথাক্রমে ৫১৭ ও ১৮৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৫ ও ১।

২৪ ঘন্টায় ৮, ৪৪, ৩৮২ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৮, ৪৪, ৩৮২ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। আগের দিনে থেকে সারা দেশে পরীক্ষার সংখ্যা একলক্ষের অনেক বেশি কম হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৫, ৩৪৯, ৫২৬ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৩৩২, ৩২৮ জনের। সুস্থ হয়েছেন ৩৮, ৪৯৩, ৪৩৮ জন।