অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের সেরা ওয়ান ডে ইনিংসগুলি দেখে নেওয়া যাক
২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে খেলতে নামছে ভারত। ওয়ান ডে সিরিজ দিয়ে দুই দলের মধ্যে সফর শুরু হচ্ছে। তিন ম্যাচের এই সিরিজে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের সেরা ইনিংসগুলি দেখে নেওয়া যাক।

সচিন তেন্ডুলকর
২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে সিবি সিরিজের প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ১২০ বলে ১১৭ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। দশটি চার এসেছিল তাঁর ব্যাট থেকে।

যুবরাজ সিং
২০০৪ সালের ভিবি সিরিজের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে মুখোমুখি হয়েছিল ভারত। ১৬টি চার ও দুটি ছক্কা সহযোগে ১২২ বলে ১৩৯ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন যুবরাজ সিং।

রোহিত শর্মা
২০১৬ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১৬৩ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ১৩টি চার ও সাতটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

শিখর ধাওয়ান
২০১৬ সালে ক্য়ানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচ হারলেও টিম ইন্ডিয়ার হয়ে লড়াকু ইনিংস খেলেছিলেন শিখর ধাওয়ান। ৩৪৯ রান তাড়া করতে নেমে ১১৩ বলে ১২৬ রান করেছিলেন গব্বর। ১৪টি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

বিরাট কোহলি
২০১৬ সালের অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। এমএস ধোনির দল ম্যাচ হেরে গেলেও ১১৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সাতটি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।