কলকাতায় এসে কালী পুজো উদ্বোধনে, দা উঁচিয়ে শাকিবকে খুনের হুমকি
কলকাতায় কালীপুজো উদ্বোধন করতে আসায় হুমকির মুখে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান। সম্প্রতি কলকাতার এক শ্যামা পুজোর উদ্বোধনে এসেছিলেন শাকিব। এই কারণে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে এভাবে হুমকি দেওয়া হবে কে জানত।

কলকাতার কোন পুজোয় শাকিব
গত শুক্রবার কাঁকুড়গাছির পরেশ পালের পুজোর উদ্বোধন করেন শাকিব। ঢাকা থেকে একদিনের জন্য কলকাতা সফরে এসেছিলেন। পুজো উদ্বোধনে করে শনিবারই এরপর দেশে ফিরে যান।

ঝামেলার মুখে শাকিব আল হাসান
এরপর ররিবার থেকেই শাকিবকে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে। রবিবার রাত বারোটা নাগাদ এক ফেসবুক লাইভে মহসিন তালুকদার নামের এক যুবক শাকিবকে হত্যার হুমকি দিয়েছেন।

দা উঁচিয়ে প্রাণের হুমকি
এখানেই না থেমে সেই যুবক দা উঁচিয়ে শাকিবকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। রবিবার ফেসবুক লাইভে এমন হুমকির পরদিন আবার উল্টো কথা বলেছেন ঐ যুবক।

ক্ষমা চাইলেন যুবক
হুমকির একদিন পর, সোমবার ভোরে আরও একটি ভিডিও করেছেন ঐ যুবক। যেখানে আগের ভিডিওতে শাকিবকে খুন করার ইচ্ছাপ্রকাশের জন্য ক্ষমা চান তিনি। ভিডিওতে তিনি বলেছেন, শাকিবকে তিনি একটা সুযোগ দিতে চান। এরপরই ঐ যুবক, কলকাতা কালীপুজো উদ্বোধন করতে যাওয়ার জন্য শাকিবকে ক্ষমা চাইতে হবে বলে জানান।

শাকিবের ভিডিও
এরপরই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক একটি ভিডিও তৈরি করেছেন। যেখানে তিনি বলেন, 'আমি নিজেকে গর্বিত মুসলমান মনে করি। আমি কোনও ভুল করে থাকলে অবশ্যই ক্ষমাপ্রার্থী। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাইছি।' সেই সঙ্গে তিনি পরেশ পালের কালীপুজোয় উপস্থিত থাকলেও প্রতিমার উদ্বোধন করেননি বলে দাবি করেন।

ধর্মান্ধতার শিকার শাকিব
পুরো ঘটনা জুড়ে ইতিমধ্যে বাংলাদেশে সোরগোল পড়ে গিয়েছে। শাকিবের মতো আন্তর্জাতিক মহাতারকাকে ধর্মান্ধতার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রাণের হুমকি পেতে হবে, এমন কোনওদিনও কেউ আশা করেননি। ইতিমধ্যে এই নিয়ে সাইবার ক্রাইম বিভাগে বিষয়টাকে গভীর গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।