• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্তিত্বের লড়াই কংগ্রেসের! শিমলায় প্রিয়াঙ্কার বাড়িতে বিহারে ভোটের দিন প্যানিকে ছিলেন রাহুল গান্ধী

অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেস। বিহার বিধানসভা ভোটে মহাজোটকে ডুবিয়েছে একা কংগ্রেস। ৭০টা আসনের জয়ের দাবি করে পেয়েছে মাত্র ১৯টি আসন। কংগ্রেস না ডোবালে হয়তো মহাজোটই বিহারে সরকার গড়ত। তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা একা মাটি করে দিয়েছে কংগ্রেস। সেই সম্ভাবনা আঁচ করেই বিহারে ভোটের দিন প্যািনকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে ছিলেন তিনি। সেখানে অস্থির হয়ে উঠেছিলেন রাহুল। তেজস্বীর সঙ্গে ফোনে বার্তালাপেও অস্থির শুনিয়েছে তাঁর গলার স্বর।

কংগ্রেস খারাপ ফল

কংগ্রেস খারাপ ফল

বিহার বিধানসভা ভোটে একেবারে ধরাশায়ী অবস্থা কংগ্রেসের। আরজেডির সঙ্গে লড়াই করে ৭০টি আসন দখলে রেখেছিল কংগ্রেস। কিন্তু ভোটের পরে দেখা গিয়েছে ৭০িটর মধ্যে মাত্র ১৯টি আসন ঘরে নিয়ে যেতে পেরেছে কংগ্রেস। একমাত্র কংগ্রেসের খারাপ ফলের কারণেই এবার মহাজোট পিছিয়ে পড়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর তাই মহাজোটের মধ্যেই মুখ লুকোতে হয়েছে কংগ্রেসকে।

প্যানিকে ছিলেন রাহুল

প্যানিকে ছিলেন রাহুল

গোটা দেশে অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেসের। বিহারের বিধানসভা ভোট ছিল বড় পরীক্ষা। সেকারণে বিহার ভোটের দিন প্যানিকে ছিলেন কংগ্রেস নেতা। প্রিয়াঙ্কা গান্ধীর সিমলার বাড়িতে ছিলেন তিনি। সেখানে অস্থির অবস্থায় দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। এই নিয়ে প্রবল অস্থির ছিলেন তিনি। তেজস্বীর সঙ্গে েটলিফোনে কথা বলার সময়ও অস্থির দেখা গিয়েছিল তাঁকে।

কাঠগড়ায় কংগ্রেস

কাঠগড়ায় কংগ্রেস

বিহারে মহাজোটের ক্ষমতায় না আসার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অন্য দলগুলি। কংগ্রেসটে ৭০ টি আসন না দিলে হয়তো মহাজোটই এবার ক্ষমতায় আসত। অন্যদিকে মধ্যপ্রদেশে উপনির্বাচনেও কংগ্রেস ধরাশায়ী হয়েছে। কােজই বিহারের বিধানসভা ভোটটি ছিল কংগ্রেসের অস্তিত্ব লড়াইয়ের ভোট। কিন্তু সেটাতেও ধাক্কা খেয়েছে কংগ্রেস।

সফল বামেরা

সফল বামেরা

বিহারে বিধানসভা ভোটে কংগ্রেসকে ৭০িট আসন না দিয়ে বামেদের সেই আসল দিলে সাফল্য পেত মহাজোট। কারণ বিহার বিধানসভা ভোটে অত্যন্ত ভাল ফল করেছে বামেরা। ভোটের পরে তাই মহাজোটেই কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। আসন ভাগাভাগীর সমীকরণ নিয়েও রাহুলদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মহাজোটের অন্য রাজনৈতিক দলগুলি।

প্রবেশনারি অফিসার পদে হাজার হাজার নিয়োগ! শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন

English summary
Rahul Gandhi was panic during Bihar assembly election 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X