সিপিএমে ভাঙন! বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা পুরসভার কাউন্সিলর
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে আরও এক ভোট অনুষ্ঠিত হতে পারে বংলায়। কলকাতা-সহ একাধিক পুরসভা নির্বাচন হতে পারে বঙ্গে। এই পরিস্থিতিতে দলবদলের বাজারে জল্পনার ঘনঘটা পড়ে গিয়েছে। এরই মধ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর। তাঁর যোগদানে কলকাতা পুর এলাকায় বাড়বে বিজেপির শক্তি।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার বিজেপিতে যোগ দেবেন কলকাতার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু নস্কর। তিনি বলেন, এখন আর কেউ নীতি আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করেই দল ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছি।
রিঙ্কু নস্করের স্বামী মানস মুখোপাধ্যায় কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেন। তিনি একসময় নকশাল আনেদালন করতেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রিঙ্কুর সিপিএম ছাড়া ছিল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার।