সারা দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩১ হাজারের নিচে! দৈনিক সংক্রমণে ও মৃত্যুতে তৃতীয়স্থানে বাংলা
সোমবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ৮৮. ৪৫ লক্ষের কিছু বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০, ৫৪৮ জন। মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৩০, ০৭০ -তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৭ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮২৪৯৫৭৯ জন।

ভারতে আক্রান্ত ৮৮, ৪৫, ১২৭ লক্ষ
সোমবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮, ৪৫, ১২৭ লক্ষ। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪, ৬৫, ৪৭৮।

বেড়েছে সুস্থতার হার
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৮২ ৪৯ ৫৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৩,৮৫১ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.২৭ %-এ।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ
এদিনও সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র আর ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল। আক্রান্তের সংখ্যা ৪৫৮১। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪৮০৫। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৮৬৯জনের। ২৪ ঘন্টায় মৃত্যু ২১ জনের। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩২৩৫। তবে সেখানে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাটা দেশের মধ্যে সব থেকে বেশি। ৯৫ জন। অন্যদিকে এখনও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে মহারাষ্ট্রে। ৬০ জনের মৃত্যু হয়েছে। সেখানে সংক্রমণের সংখ্যাটা কমেছে। ২৪ ঘন্টায় সেখানে সংক্রমণের সংখ্যা ২৫৪৪। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭, ৪৭, ২৪২। ২৪ ঘন্টায় সব থেকে বেশি ৭৬০৬ জন সুস্থ হয়েছেন দিল্লিতে। তারপরেই স্থান কেরলের। সেখানে ৬৬৮৪ জন সুস্থ হয়েছেন। সুস্থতার নিরিখে তৃতীয়স্থানে রয়েছে বাংলা। ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছেন ৪৪৮০ জন। ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে তৃতীয়স্থানে বাংলা। রাজ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৩,০৫৩ জন।

২৪ ঘন্টায় ৯, ৬১, ৭০৬ টি স্যাম্পেল পরীক্ষা
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৯, ৬১, ৭০৬ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত
এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৪, ৮১৭, ১০৭ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১, ৩২৪, ৪৫৭ জনের। সুস্থ হয়েছেন ৩৮, ১৩৮, ৫২৫ জন।