আইপিএল নিলামের কথা মাথায় রেখে আয়োজিত হয়ে পারে টি-২০ টুর্নামেন্ট
করোনা আবহের চ্যালেঞ্জের মাঝে বিদেশের মাটিতে সফল আইপিএল আয়োজন করে লেটার মার্কস নিয়ে পাশ করেছে বিসিসিআই। অতিমারির মাঝেও মরুশহরে আইপিএলে এমন সাফল্যের পর আসন্ন টুর্নামেন্ট নিয়ে এবার পরিকল্পনা শুরু। ৮ নয়, ৯ বা ১০ দলে হতে পারে আইপিএল ২০২১। সেক্ষেত্রে মেগা অথবা মিনি নিলাম হতে পারে বলেও জানা গিয়েছে। নিলামের পরিস্থিতির কথা মাথায় রেখে রঞ্জি ট্রফির আগে আয়োজিত হতে পারে সৈয়দ মুস্তাক আলি টি-২০। বোর্ডের অন্দরমহল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আইপিএল আয়োজনই ছিল অনিশ্চিত, শেষ পর্যন্ত শেষ করা গিয়েছে টুর্নামেন্ট
কোভিড অতিমারিতে আইপিএল অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত সেপ্টেম্বরে টুর্নামেন্টে বল গড়িয়ে নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ করা গিয়েছে।

সফল আইপিএলে পর এবার ঘরের মাঠে লিগ শুরুর ভাবনা
বিদেশের মাটিতে সফল আইপিএল আয়োজনের পর এবার দেশের মাটিতে ফাঁকা মাঠে ঘরোয়া লিগ শুরু করা নিয়ে ভাবনা শুরু। সেক্ষেত্রে রঞ্জি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরুর কথা ছিল।

মুস্তাক আলি দিয়ে শুরু হতে পারে টুর্নামেন্ট
তবে এখন মুস্তাক আলি দিয়ে ঘরোয়া ক্রিকেটে বল গড়াতে চলেছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে রঞ্জি ট্রফির আগে মুস্তাক আলি টি-২০ দিয়েই কোভিড পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া লড়াই শুরু হতে পারে।

জৈব সুরক্ষা নিয়ে ভাবনা শুরু বোর্ডের
আরও জানা গিয়েছে, ইতিমধ্যে জৈব সুরক্ষা তৈরি করে ক্রিকেটারদের হোটেলে রাখা নিয়ে বোর্ডের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বোর্ড ইতিমধ্যেই কয়েকটি রাজ্য সংস্থাকে মাঠ তৈরি রাখার জন্য নির্দেশ দিয়েছে।

সৈয়দ মুস্তাক আলিতে বল গড়ানোর অপেক্ষা
বোর্ডের এক কর্তার মতে, অন্তত ১০টি রাজ্য সংস্থাকে বিসিসিআই এই নিয়ে প্রস্তাব দিয়ে রেখেছে। যাদের মধ্যে ৬টি রাজ্য সংস্থার থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে রঞ্জি ট্রফির আগে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের বল গড়াতে পারে।