উত্তর ভারতে তুষারপাত! উত্তর ও দক্ষিণবঙ্গে শীত নিয়ে কোন পূর্বাভাস আবহাওয়া দফতরের
রবিবারের থেকে সোমবার সকালে অনেক জায়গাতেই নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এদিন সকালে একটু বেশি হলেও আবহাওয়ার (weather) পরিবর্তন হয়েছে বলা যায়। সকালে অনুভূত হয়েছে শীতের (winter) হিমেল হাওয়া। এদিন উত্তরাখণ্ডের চামোলি এবং জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জালে ভারী তুষারপাত হয়েছে।

ঠাণ্ডার পথে বাধা ঘূর্ণাবর্ত
বঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। কখনও বিহার আবার কখন উত্তর প্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। অন্যদিকে পশ্চিমমী ঝঞ্ঝাও ঢুকতে দেরি হচ্ছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে পর্যাপ্ত তুষারপাতে দেরি হচ্ছে। যে কারণে বঙ্গে শীত কাঙ্খিত জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ২৪ ঘন্টায় দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অবশ্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী তিন থেকে চার দিন হিমালয় সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রার সেরকরম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার বড় রকমের কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপমাত্রা
আসানসোল ১৭.৮ (১৮.৩)
বালুরঘাট ১৬.৮
বাঁকুড়া ১৯ (১৮.৭)
ব্যারাকপুর ১৮
বহরমপুর ১৮.২ (১৮.৮ )
বর্ধমান ১৭.৬ (১৮.৮)
ক্যানিং ১৮.৬ ( ১৯.৪ )
কোচবিহার ১৩.৬ (১৪.১)
দার্জিলিং ১০.৪ ( ১০.২)
দিঘা ২০ (১৯.৫)
কলকাতা ১৯.৬ (২০.৬)
মালদহ ১৯.৮ (২০)
পুরুলিয়া ১৭ (১৮)
শিলিগুড়ি ১৩.৪ (১৩)
শ্রীনিকেতন ১৬.৬ (১৭ )