সোনার দাম ভাইফোঁটায় লাফিয়ে বাড়ল! কলকাতা, দিল্লিতে ১৬ নভেম্বরের দর একনজরে
করোনা কাঁটার জেরে ডলারের দাম নিম্নমুখী। ার প্রভাব বিশ্ববাজারে পড়েছে। এদিকে, তার প্রভাবে সোনার দামের বাড়বাড়ন্ত ঠেকায় কে! এদিন ভাইফোঁটার দিন কলকাতা, সহ দেশের মেট্রোশহরগুলিতে সোনার দাম কোথায় দাঁড়াল দেখা যাক।

সোনার দাম ১৬ অক্টোবর
সোনার দামে এদিন স্পটগোল্ড এদিন সকাল ৯ টা নাগাদ বিশ্ববাজারে প্রতি আউন্সে ০.৫ শতাংশ বেড়েছে। ফলে প্রতি আউন্সে স্পটগোল্ড ১,৮৯৬.৮৫ টাকা হয়েছে। অন্যদিকে, সোনার ফিউচার মূল্য এদিন ভারতের বাজারে বেড়েছে। ১০ গ্রমের সোনার দাম এদিন বেড়ে হয়েছে ৫০, ৯৬০ টাকা।

রুপোর দাম ১৬ নভেম্বর
এদিকে, রুপোর দাম ১৬ নভেম্বর দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৬৩, ৬০০ টাকা। ফলে প্রতি কেজিতে রুপোও পাল্লা দিয়ে বাড়ছে।

কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে সোনার দাম
১৬ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ০৮০ টাকা হয়েছে। অন্যদিকে ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৫৪, ৪২০ টাকা হয়েছে।

মুম্বই , দিল্লিতে সোনার দাম
এদিন মুম্বইতে ৪৯,৭৫০ টাকা হয়েছে ২২ ক্যারেটে সোনার দাম। অন্যদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম মায়ানগরীতে ৫০, ৭৫০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭, ৮৩০ টাকা, ২৪ ক্যারেটে ৫২,০৬০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে ৪৯, ৭৫০ টাকা রয়েছে দাম, দিল্লিতে ২৪ ক্যারেটে ৫৪, ২৭০ টাকা হয়েছে সোনার দাম।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
বিহারের ফল থেকে শিক্ষা! উদ্যোগী কংগ্রেস, ফের বৈঠকে বামেদের সঙ্গে বৈঠক