রাত পোহালেই মোদীর সামনে পড়তে চলেছেন জিনপিং! ব্রিকস ঘিরে চড়ছে পারদ
লাদাখ সংঘাতের আবহ খানিকটা স্তিমিত হওয়ার দিকে। তবে চিনের ২ পা পিছিয়ে ৪ পা এগিয়ে যাওয়ার উদাহরণ অনেক রয়েছে! এমন এক পরিস্থিতিতে ফের একবার চিনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখী হতে চলেছেন। উপলক্ষ্য ব্রিকস।

SCO পর ব্রিকস
কয়েকদিন আগে এসসিও সামিটের পর এবার ব্রিকস সামিটে ফের মুখোমুখি চিন ও ভারতের রাষ্ট্রনেতারা । লাদাক সংঘাতের আবহে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। এমন এক পরিস্থিতিতে ফের একবার মোদীর মুখোমুখি ভার্চুয়ালি হতে চলেছেন শি জিনপিং। রাশিয়ার আয়োজনে রাত পোহালেই এই সামিট শুরু হচ্ছে।

রাশিয়া ফ্যাক্টর ও চিন, ভারত
ব্রিকস ভূক্ত দেশের এই সামিটে থাকছেন রাশিয়ার রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন। মূলত, কয়েকদিন আগে রাশিয়া লাদাখ সংঘাত নিয়ে মুখ খুলে আলোচনার রাস্তায় দুই দেশকে আসার বার্তা দেয়। এরপর ব্রিকসের বৈঠকে একাধিকি ইস্যুতে আলোচনার মধ্যে থাকছেন পুতিনও। ফলে কূটনৈতিক দিক থেকে এই সামিট আপাতত এশিয়ার পাখির চোখ।

কোন কোন দেশ থাকছে সামিটে!
প্রসঙ্গত, ১২ তম ব্রিকস সামিটে ভারত ছাড়াও ব্রাজিল, রাশিয়া, চিন , দক্ষিণ আফ্রিকা অংশ নিচ্ছে। এখানে চিন, ভারত, রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা ছাড়াও হাজির থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।

কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা?
রাষ্ট্রসংঘের ৭৫ তম বর্ষযাপন এই বছরে পালিত হচ্ছে। তার প্রেক্ষাপটে এবার ১২ তম ব্রিকস সামিট। জানা যাচ্ছে, সন্ত্রাস এবারের আলোচনার কেন্দ্রতে থাকবে। তা ছাড়াও ব্যবসা, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য , পারস্পরিক আদান প্রদান নিয়ে আলোচনা হতে চলেছে। যেখানে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে,সেখানে ব্যবসা সংক্রান্ত আলোচনা নিয়ে এই বৈঠকে পারদ চড়তে পারে।