• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারত বনাম অস্ট্রেলিয়া: সেলফ আইসোলেশনে অধিনায়ক সহ অজি দল, সিরিজ ঘিরে আশঙ্কা

  • |

দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফর দিয়েই করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরছেন কোহলিরা। সিরিজ ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঘিরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি

ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি

২৭ নভম্বর থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে মুখোমুখি হবে। এরপর ৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। শেষে ১৭ ডিসেম্বর থেকে বহু প্রতীক্ষার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট।

অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আতঙ্ক

অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আতঙ্ক

জানা গিয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সোমবার থেকে অজিভূমে করোনা সংক্রমণের আপডেট পাওয়া যাচ্ছে। যেকারণে ইতিমধ্যে টিম পেইন সহ অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে এখন সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

টেস্ট সিরিজে ঢাকে কাঠি অ্যাডিলেডে

টেস্ট সিরিজে ঢাকে কাঠি অ্যাডিলেডে

অ্যাডিলেডে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়ার পর তড়িঘড়ি অজি ক্রিকেটারদের মধ্যে সচেতনতা বৃ্দ্ধি শুরু করা হয়েছে। সীমিত ওভারের সিরিজ শেষের পর এই অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই অ্যাডিলেডেই গোলাপি বলে দিন রাতের টেস্ট হওয়ার কথা। ফলে অজিভূমের ভারতের বিরুদ্ধে প্রথম দিন রাতের টেস্ট ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তার মাঝেই অ্যাডিলেডে নতুন করে করোনা সংক্রমণ ঘিরে উদ্বেগ।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কী জানাল

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কী জানাল

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এই নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেনি। সব রকম প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সূচি মেনেই অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল মাঠে নামবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে রেখেছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাটের ছুটিতে বড় ক্ষতির মুখে অজি চ্যানেল

English summary
AUS vs IND, Corona Outbreak in Adelaide: Tim Paine in self-isolation,CA says 1st Test on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X