শোভন হঠাৎ ব্রাত্য হয়ে গেলেন মমতার তালিকা থেকে! কী এমন ঘটল ভাইফোঁটার প্রাক্কালে
বিজেপিতে যোগদানের পর গতবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে হাজির হয়ে ভাইফোঁটা নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়রা। এবার করোনা আবহে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা উৎসব পালন হয়নি, কিন্তু দিদির ভাইয়েরা সবাই পেয়েছেন ভাইফোঁটার উপহার। কিন্তু এবার ব্রাত্য রয়ে গেলেন শোভন-বৈশাখী।

শোভন ও বৈশাখীকে এবার পুজোয় উপহার দেন মমতা
শোভন ও বৈশাখীকে এবার পুজোর উপহার পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরাও পাল্টা উপহার দেন দিদিকে। এমনকী মোদীর পুজো উদ্বোধনে গরহাজির থেকে তাঁরা ব্যস্ত থাকেন দিদির পুজো উপহার নিয়ে। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী ফের তাঁদের তৃণমূলের যোগের সম্ভাবনা নিয়েও চর্চা শুরু হয়ে যায়।

শোভন-বৈশাখীকে এবার ব্রাত্য রাখলেন মমতা
রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল ভাইফোঁটাতেও এবার মমতা-শোভনকে নিয়ে অন্য সমীকরণ তৈরি হবে। কিন্তু মমতা এবার সে পথে হাঁটলেন না। শোভন-বৈশাখীকে তিনি এবার ব্রাত্য রাখলেন। কিন্তু কেন ছেদ পড়ল এই অভ্যাসে, তা নিয়েও চর্চা শুরু হয়ে গেল এই ভাইফোঁটার দিনে।

আমন্ত্রিতের তালিকায় থাকা প্রত্যেককে ফোন
প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধূমধাম করে হয় ভাইফোঁটা। মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। এবার অনুষ্ঠানে ছেদ পড়ল করোনার কারণে। তবে তিনি এদিন আমন্ত্রিতের তালিকায় থাকা প্রত্যেককে তিনি ফোন করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। উপহারও পাঠিয়ে দেন বাড়িতে।

পুজোর উপহার পেলেও ভাইফোঁটার উপহারে ছেদ
তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর তৈরি ভাইদের তালিকা থেকে বাদ পড়েছেন শোভন চট্টোপাধ্যায়। এই তালিকায় নেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কেন এমন হল এবার। রাজনৈতিক মহলের ধারণা, পুজোর উপহার পেলেও ভাইফোঁটার উপহারে ছেদ পড়ার কারণ অমিত শাহ। মমতার উপহার পেয়ে মোদীর পুজো উদ্বোধনে না গেলেও তিনি গিয়েছিলেন অমিত শাহরের বৈঠকে।

অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর
অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফের এসে অমিত শাহ শোভন-বৈশাখীকে প্রায় ফিট করে যান। তাঁদের দায়িত্ব দেওয়ার বার্তাও দিয়ে যান বঙ্গ নেতৃত্বকে। এরপরেই শোভনের সঙ্গে পাকাপাকি দূরত্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল।