দীপাবলির আলোয় উজ্জ্বল ক্যালিফোর্নিয়ার প্রবাসী ভারতীয়দের উৎসব
করোনার গ্রাসে গোটা দুনিয়া। তবে এমন এক পরস্থিতিতেও উৎসব নিজের ক্যালেন্ডার ধরেই এসেছে। আর উৎসবকে কখনওই স্বাগত জানাতে পিছপা হননা ভারতীয়রা। দেশ থেকে সূদূর ক্যালিফোর্নিয়াতে প্রবাসী ভারতীয়রা দিওয়ালিতে অংশ নিলেন 'রোজভিলের' উৎসবে। স্যাক্রামেন্টোর প্রবাসী ভারতীয়রা মেতে উঠলেন উৎসেবর রঙে।

নভেম্বর ৮ তারিখের স্থানীয় সময় সন্ধ্যে ৬ টা বাজতেই সেখানের জনগন কোয়ারেন্টাইন স্টাইলে মেতে ওঠেন দিওয়ালির আনন্দে। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেখানে রোজভিলে প্যারাডে অংশ নেন স্থানীয় প্রবাসী ভারতীয়রা। সঙ্গে যোগ দেন বহু স্থানীয় মার্কিনি নাগরিকরাও। জমে ওঠে উৎসবের আনন্দ।

ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়াতে যোগ দেন অনেকেই। হিন্দু উৎসব হলেও, এই দিওয়ালির দিন সকলে মিলে অন্ধকার দূর করে আলোর ঔজ্জ্বল্যে নিজেকে সাজিয়ে নিতে উদ্যত হন। শিখ, বৌদ্ধ, সহ সমস্ত ধর্মের মানুষ ক্যালিফোর্নিয়ার এই অনুষ্ঠানে যোগ দেন। অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়কে মুখ্য ধরেই এই উৎসব ক্যালিফোর্নিয়াতে পালিত হয়েছে।

১০০ বছরে রেকর্ড ঠান্ডা এই সময় ক্যালিফোর্নিয়াতে। তবে সেই ঠান্ডাকে জয় করে, নিজেদের বাড়ি, গাড়ি আলোকিত করে দেওয়ালির রঙে তাকে সাজিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন সেখানের বাসিন্দারা। রোজভিলে জুড়ে মানু। নিজেদের গাড়ি এলইডি দিয়ে সাজিয়ে কার প্যারাডে অংশ নেন। আর এর দ্বারা শহরজুড়ে একটি সদর্থক 'ভাইব' দেখা যায়।


সেবা স্যাক্রামেন্টো এইভাবে সকল প্রবাসী ভারতীয়দের নিয় একজোটে প্রথমবার উৎসব পালিন করল। এর দ্বারা ৫০ পাউন্ডের 'ক্যান-খাবার' দান হিসাবে সরবরাহ করা গিয়েছে বলেও খবর। এই খাবার স্থানীয় ফুড ব্যাঙ্ককে দেওয়া হয়। প্যারাডে যাঁরা অংশ নেন তাঁদের মিষ্টি সরবরাহ করে রিলায়েন্স সুপারমার্ট। গোটা বিষয়টিকে সাফল্য দিতে স্যাক্রামেন্টো চ্যাম্পার লিড পরেশ সিনহার ভূমিকা অনস্বীকার্য। সবমিলিয়ে বিদেশের বুকে একটি ছোট্ট ভারতের প্রতিচ্ছবি উঠে আসে এই অনুষ্ঠান ঘিরে।
