• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সৌমিত্রর অবস্থা অতি সঙ্কটজনক! চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন, উদ্বেগ

বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থাও আরও আশঙ্কাজনক। কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না তিনি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা রাতে আরও অবনতি হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আর বাড়ানো যাচ্ছে না। কোনও ওষুধই তাঁর কোনও কাজ করছে না।

সৌমিত্রর অবস্থা অতি সঙ্কটজনক! চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাতেও শরীরে অক্সিজেন মাত্রা বাড়ছে না। চিকিৎসকরা জানিয়েছেন শেষ চেষ্টা চলছে। পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। রবিবার ভোরেই মেয়ে পৌলমী পৌঁছে গিয়েছেন হাসপাতালে। উদ্বেগজনক অবস্থায় কাটছে তাঁর আত্নীয়-পরিজন ও তাঁর অগণিত অনুরাগীদের।

এদিন সকালে হাসপাতাল সূত্রে আরও জানিয়েছে, সৌমিত্রবাবুর স্নায়ুর সক্রিয়তা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। চিকিৎসকরা কার্যত স্বীকার করে নিয়েছেন পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে গিয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণেই সব চিকিৎসার উদ্যোগ ব্যর্থ হয়েছে। ৪০ দিন লড়াই করেই কোনওভাবেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি করা যায়নি।

English summary
Actor Soumitra Chatterjee’s condition is very much critical according to Belview Hospital bulletin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X