ওয়েইসির মিমের সঙ্গে হাত মেলাবে মমতার তৃণমূল! সংখ্যালঘু ভোট যখন ভোটের অঙ্ক
বিহারের একটুর জন্য কুর্সি হাতছাড়া হয়েছে তেজস্বীর। কিন্তু তেজস্বী যাদবের আরজেডি যদি মিমের সঙ্গে জোট করত, তাহলে এমন দিন দেখতে হত না। বিহারে সরকার গড়তে তেজস্বী। সেই সম্ভাবনার কথা জানিয়েই মমতাকে পক্ষান্তরে বার্তা দিল আসাদউদ্দিন ওয়েইসির মিম। সেইসঙ্গে একুশের ভোটে জোট প্রস্তাবও উপস্থাপন করে রাখল তারা।

বিহারের কুর্সিতে বসতেন তেজস্বী যাদব, যদি...
আসাদউদ্দিন কয়েকদিন আগেই জানিয়েছিলেন, বিহার বিধানসভা নির্বাচনে যদি আরজেডি মিমের সঙ্গে জোট করত, তাহলে বিহারের কুর্সিতে বসতেন তেজস্বী যাদব। বিহারের নীতিশ কুমারের সরকারের কফিনে শেষ পেরেকটা পুতে দেওয়া যেত। কিন্তু তা হয়নি। এবার কি বাংলায় তেমন কোনও ক্ষেত্র তৈরি হবে!

মিমকে ভোট কাটুয়া কটাক্ষ করেই হাত কামড়াতে হবে
আসাউদ্দিন ওয়েইসির মিম এ রাজ্যেও বিজেপির বিরুদ্ধে জোট করে লড়তে ইচ্ছুক। কিন্তু তাদের প্রস্তাবকে যদি শাসক দল আমল না দেয়, তাহলে এককভাবেই তাঁরা লড়বেন। তখন ভোট-অঙ্কে সুবিধা পেতেই পারে বিজেপি। তা বলে মিমকে ভোট কাটুয়া বলে কটাক্ষ করেই হাত কামড়াতে হবে। ঘুরিয়ে চরম বার্তা দিয়ে রাখলেন ওয়েইসি।

মমতার হাতেই রইল বিজেপিকে আটকানোর হাতিয়ার
মিম পৃথক প্রার্থী দিলে সংখ্যালঘু কিছু ভোট মিমের দিকে যাবে, তা ক্ষতি হবে তৃণমূলের। সেক্ষেত্রে তাঁদের ভূমিকা হবে ভোট কাটারের। কিন্তু তার আগে তৃণমূলকে প্রস্তাব দিয়ে তাঁরা একটা মস্ত চাল দিয়ে রাখলেন। এখন দেখার তৃণমূল শিবির মিমের সঙ্গে জোট বাঁধতে রাজি হয় কি না। মমতার হাতেই রইল বিজেপিকে আটকানোর হাতিয়ার।

বাংলায় সংখ্যালঘু ভোটে থাবা বসানোর আগে বার্তা তৃণমূলকে
বিহার ভোটে পাঁচটি আসনে জয় পেয়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। এবার তাদের টার্গেট বাংলায় প্রসার বৃদ্ধি। আর বাংলায় সংখ্যালঘু ভোটে থাবা বসানো মানে বিজেপির পোয়াবারো। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ভাঙতে পারলেই বিজেপি অনেকটা এগিয়ে থাকবে একুশের ভোটে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর নাম যে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন কোন মন্ত্রে বিজেপিকে আটকানো সম্ভব।

বিজেপির বিরুদ্ধে জোটের পক্ষে ওয়েইসির মিম
মিমকে প্রথমে হায়দরাবাদের ভোট কাটার বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাঁরা বিভিন্ন রাজ্যে ভোট কেটে বিজেপির সুবিধা করে দি্চ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকী সদ্য বিহারের নির্বাচনেও বিজেপির সুবিধা করে দিয়েছে মিম, এমন অভিযোগ উঠেছে। এবার সেই মিমই এ রাজ্যে বিজেপিকে তাড়াতে বদ্ধপরিকর। তাই তারা জোট প্রস্তাব দিয়ে রাখল আগেভাগেই!

বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে লড়াই চায় মিম
মিমের পক্ষ থেকে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলকে। মিমও বিজেপিকে সরকারে দখতে চায় না। তাঁদের লড়াইও বিজেপির বিরুদ্ধে। এ রাজ্যে তাই বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে লড়াই করতে তাঁরা তৃণমূলের সঙ্গে জোট করতে আগ্রহী। মিমের এ রাজ্যের মুখপাত্র অসীম ওয়াকার বিজেপিকে রুখতে প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মিমের প্রস্তাব, সুযোগ হাতছাড়া করতে চাইবে না তৃণমূল
মিম যদি পৃথকভাবে লড়াই করে বাংলার ভোটে তা ক্ষতি হবে তৃণমূলের। তৃণমূলকে তা জানিয়েছেন মিম মুখপাত্র। তৃণমূলও তা জানে। তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসানো মানে বিজেপি অনেকটাই সুবিধা পাবে ভোট অঙ্কে। তাই তৃণমূল মিমের প্রস্তাব ভেবে দেখবে অবশ্যই। তৃণমূল চাইবে না, এমন সুযোগ হাতছাড়া করতে।
বিজেপিকে আটকানোর 'মন্ত্র' জানেন মমতা, সংখ্যালঘু ভোট নিয়ে দিলেন মাস্টারস্ট্রোক