আইপিএল ২০২১-এ মুম্বই ইন্ডিয়ান্সের উন্নতিতে ট্রেডিংয়ে ভরসা রাখছেন মাহেলা
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২০ জিতে রেকর্ড সংখ্যক পঞ্চমবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের পর আরও বেশি করে শক্তিশালী হয়ে ২০২১ আইপিএলে ফিরতে মরিয়া মুম্বই শিবির। সেই কারণেই টিমের উন্নতিতে মুম্বই কোচ মাহলে জয়বর্ধনে ট্রেডিংয়েই ভরসা রাখছেন।

ট্রেডিংয়ে ভরস মাহেলার
আইপিএল শেষ হলেও দেশে করোনা ভাইরাসের দাপুটে ইনিংস চলছেই। যেকারণে অতিমারিকালে ঘুরে ঘুরে প্রতিভা খুঁজে বার করা কঠিন। এই পরিস্থিতিতে তাই আরও বেশি করে মুম্বই কোচ জয়বর্ধনের ভরসা আইপিএল ট্রেডিং।

ট্রেডিংয়ের সুফল ট্রেন্ট বোল্ট
প্রসঙ্গত মরসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালস দল থেকে ট্রেডিং করে ট্রেন্ট বোল্টকে দলে নিয়েছিল মুম্বই। হাতেনাতে সুফলও পেয়েছে রোহিত শর্মার দল। কিউয়ি পেসার মরসুমে ১৫ ম্যাচ খেলে ২৫টি উইকেট পেয়েছেন। ফাইনালে ৩ উইকেট নিয়ে দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের জয়ে ম্যাচের সেরা হয়েছেন বোল্ট।

করোনা বাধা
এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, 'সাধারণত গোটা বছর ধরেই আমাদের স্কাউটিং চলে। কোথায় কোন ক্রিকেটার ভালো খেলছে আমাদের স্কাউটিং টিম খোঁজ রাখে। কিন্তু এবছর করোনা সংকটে সেটা সম্ভব নয়। '

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ কী বললেন
এই প্রসঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বলেন, 'এবছর নিলাম নিয়ে আগাম কোনও তথ্য নেই। ছোট নিলাম হতে পারে আবার বড় নিলামও হতে পারে। আমাদের দলে এখনও অনেকগুলো জায়গা ভরাট করার দরকার রয়েছে। আশা রাখছি, ট্রেডিং থেকেই সেই জায়গাগুলো ভরাট করার সুযোগ পাব।'
৩০ কিলোমিটার দূরত্বে বড় বিপদ থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল, শিউরে ওঠার অভিজ্ঞতা