করোনায় সুস্থতার হার বেড়ে ৯১ শতাংশ! বাংলায় বাড়ছে করোনাজয়ী, কমছে সক্রিয়
বাংলায় করোনা সুস্থতার হার বেড়ে ৯১ শতাংশ পেরিয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণ কমছে প্রতিদিনই। পাল্লা দিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, সুস্থতার সংখ্যা প্রায় ৪৫০০-র কাছে। আর সক্রিয়ের সংখ্যা কমতে কমতে নেমে গিয়েছে ৩১ হাজারেরও নিচে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৮২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ২৪ হাজার ৬৭৫ জন। এদিন ৩৮২৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬১০। এদিন মৃত্যু হয়েছে ৫৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩০ হাজার ৭৯২ জন। এদিন ৭০৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৮২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪৪৭৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ৯০ হাজার ০৯৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯১.০৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫১ লক্ষ ৮০ হাজার ১৩৯ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৭৫৫৭। এদিন টেস্টিং হয়েছে ৪৪১২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৯৩৩১১। এদিন ৮৩৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮৮০৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮২০ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৮৩২৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২২৮ জন বেড়ে হয়েছে ২৮১৩৬। হুগলিতে ২৯৩ জন বেড়ে আক্রান্ত ২১৫২১ জন।