• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অস্ট্রেলিয়া থেকে বিরাটের বিশেষ দিওয়ালি বার্তায় মুগ্ধ দেশ, শুভেচ্ছা ওয়ার্নারেরও

  • |

দিওয়ালি উপলক্ষ্যে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। করোনা ভাইরাসের আবহে বিশেষ বার্তাও দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিরাটের ভাবনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। মুগ্ধ হয়েছে গোটা দেশ। আলোর উৎসবে সামিল হয়ে ভারতের প্রতিটি নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার তথা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া থেকে বিরাটের বিশেষ দিওয়ালি বার্তায় মুগ্ধ দেশ, শুভেচ্ছা ওয়ার্নারেরও

আইপিএল ২০২০ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে তাদের দেশে তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলবে বিরাট কোহলি শিবির। সে উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তা বলে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানাতে কোনও কার্পন্য করেননি আইকন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ায় হোটেলের ঘরে বসে একটি ভিডিও শ্যুট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরাট কোহলি। করোনা ভাইরাসের আবহে দেশবাসীকে বাজি না ফাটানোর আবেদন জানিয়েছেন ভিকে। বাড়ি বসে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে আলোর উৎসব পালন করার সুপরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বাজির ধোঁয়া এবং দূষণে করোনা ভাইরাস চরিত্র বদল করে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সে কথা স্মরণ করিয়ে দেশবাসীকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর কথায়, সকলের সুস্থতা এই উৎসবের উদ্দেশ্য হওয়া উচিত।

অন্যদিকে ভারতবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যাঁর নেতৃত্বে আইপিএল ২০২০-এর প্লে-অফ পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় সংস্কৃতি তাঁকে কতটা টানে, তা আরও একবার প্রমাণ করলেন অজি ক্রিকেটার।

English summary
Team India captain Virat Kohli wishes crackerless Diwali from Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X