দেশের জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে মন জয় করলেন প্রাক্তনী রায়না
আলোর উৎসবে দেশের জওয়ানদের বিশেষ শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী জলের সদস্য তথা প্রাক্তনী সুরেশ রায়না। দিওয়ালিতে যেসব মানুষ পরিবার, পরিজন এবং জীবনের পরোয়া না করে সীমান্তে দাঁড়িয়ে দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। যিনি কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। টিম ইন্ডিয়ার জার্সিতে বিদায় জানালেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে দুবাইতে আইপিএল খেলতে গিয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। যদিও টু্র্নামেন্ট শুরুর আগেই ফের দেশে ফিরে এসেছিলেন রায়না। জানিয়ে দিয়েছিলেন নিজের আইপিএল না খেলার কথা।
আসলে করোনা ভাইরাসের আবহে নিজের পরিবারের সদস্যদের ছেড়ে দুবাইতে থাকতে চাননি সুরেশ রায়না। কাছের মানুষের সহচার্য পাওয়ার আনন্দ যে কতটা, তা জানেন দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই তো দেশের জওয়ানদের বেদনা অনুভব করত পারছেন রায়না। তাই এই বিশেষ দিনে সব ফেলে দেশের মর্যাদা রক্ষায় সীমান্তে দাঁড়িয়ে থাকা উর্দিধারীদের সেলাম জানিয়েছেন প্রাক্তন সিএসকে ক্রিকেটার।
Sending special Diwali wishes to our soldiers who are away from their families & standing tall in all odd situations to guard us. May this Diwali bring you all lot more strength & happiness. @adgpi #Respect #JaiHind #HappyDiwali2020 pic.twitter.com/Njd8eOaDYW
— Suresh Raina🇮🇳 (@ImRaina) November 14, 2020
দেশের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সুরেশ রায়না তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ এবং ১৬০৫ রান করেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ৬টি শতরান রয়েছে প্রাক্তন বাঁ-হাতির। আগামী মরশুমের আইপিএলে নতুন দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে। ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজ করছেন সুরেশ রায়না।