রাহুলকে নিয়ে ওবামার বক্তব্যের প্রতিবাদ, 'ব্র্যান্ড গান্ধী'র সম্মান রক্ষার্থে ময়দানে সঞ্জয় রাউত
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা বইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্যের কড়া প্রতিবাদ করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এই প্রসঙ্গে সঞ্জয় রাউত এদিন বলেন, 'এমন মন্তব্য বিরক্তিকর। আমরা মোটেই বলব না ট্রাম্প পাগল। ওবামা এই দেশ সম্পর্কে কতটুকু জানেন? অবশ্য, কোন বইয়ে কে কী ব্যক্তিগত মত প্রকাশ করল তা নিয়ে তাঁরা মন্তব্য করতে চাই না। মিডিয়া এই ইস্যুতে স্পনসরড অ্যাজেন্ডা চালাচ্ছে।'

রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন ওবামা
উল্লেখ্য, 'আ প্রমিসড ল্য়ান্ড' বইটিতে রাহুলকে নার্ভাস এবং অপরিণত বলে উল্লেখ করেছেন বারাক ওবামা৷ সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাহুল গান্ধীর আচরণ একজন পড়ুয়ার মতো৷ তবে, শুধু রাহুল গান্ধি নন৷ ওবামার লেখা বইয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর বিষয়েও উল্লেখ রয়েছে৷

সোনিয়া গান্ধীকে সুদশর্ন বলে আখ্যা
বইটিতে সোনিয়া গান্ধীকে নিয়ে তিনি বলেছেন, 'আমরা সুদশর্ন ব্য়ক্তির উদাহরণ দিতে গেলে সবসময় চার্লি ক্রিস্ট এবং রাহম এমানুয়েলের কথা বলি৷ কিন্তু একজন মহিলার সৌন্দর্য নিয়ে কথা বলি না৷ বিশেষ এক বা দু'টি ক্ষেত্র ছাড়া৷ ঠিক যেমনটা সোনিয়া গান্ধীর ক্ষেত্রে৷' ওবামা তাঁর বইতে প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও বলেছেন৷

পুতিনকে অবিস্মরণীয় বলে মনে হয়েছে ওবামার
বইতে দুই জনের সততার প্রশংসা করেছেন বারাক ওবামা৷ বইটিতে ওবামা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করেছে৷ যাঁকে দেখে ওবামার কড়া এবং স্ট্রিট স্মার্ট ওয়ার্ড কর্তাদের কথা মনে পড়ে৷ যাঁরা শিকাগো মেশিন চালাতেন৷ এমনকী শারীরিক দিক থেকেও পুতিনকে অবিস্মরণীয় বলে মনে হয়েছে ওবামার৷

বইতে উল্লেখ নেই মোদীর
৭৬৮ পাতার বইতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসার পর, হোয়াইট হাউজ়ে তাঁর প্রথম চার বছরের অভিজ্ঞতাও তুলে ধরেছেন ওবামা৷ এই পর্বে ওবামা তাঁর স্মৃতির গভীরে ডুব দিয়েছেন বলে পর্যালোচনায় লিখেছে মার্কিন সংবাদ মাধ্য়মটি৷ বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ২০১০ এবং ২০১৫ সালে দুই বার ভারত সফরে এসেছিলেন৷
বিহার থেকে শিক্ষা নিলেন মমতা, ২৭ শতাংশ ভোটকে পাখির চোখ করে ২ লক্ষ বাইক দেওয়ার ঘোষণা