বিজেপির মাস্টারস্ট্রোক! মিশন একুশে নেপথ্যে থেকে ‘লক্ষ্যভেদ’ করতে এলেন নয়া কৌশলী
বিজেপির আইটি সেলের প্রধান 'মস্তিষ্ক' অমিত মালব্যকে বাংলায় দলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপির এই পদক্ষেপে অঙ্ক কষেই করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননকে রেখেই সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মালব্যকে আনা হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বে
আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াই হবে মূল প্রচার মাধ্যম। করোনা মহামারীর মধ্যে ভোট হবে। ফলে নির্বাচনী জনসভা সেভাবে করা যাবে না। রাজনৈতিক দলগুলিকে ভরসা করতে হবে সোশ্যাল মিডিয়ার উপর। ডিজিটাল প্রচার করতেই মালব্যকে আনা হয়েছে পশ্চিমবঙ্গের দায়িত্বে।

বাংলায় ভোটকে পাখির চোখ করে বড় পরিবর্তন
মালব্য বিহারে ছিলেন কিন্তু দলীয় সংগঠনের দায়িত্বে নিযুক্ত হননি। বিহারে মালব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারে সাফল্য এনে দিয়েছে। এবার তাঁকে বাংলার সংগঠনে নিয়োগ করে বড় চাল দিল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিহারের পর বাংলায় ভোটকে পাখির চোখ করে বড় পরিবর্তন আনলেন।

বিজেপির মাস্টারস্ট্রোকে পুরো পরিস্থিতি বদলে যেতে পারে
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে এটি বিজেপির একটি মাস্টারস্ট্রোক। এই কৌশল পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। মালব্যকে বাংলার রাজনীতিতে আনার আরেকটি বড় কারণ হ'ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বেশ কয়েকবার তাঁর দলের নেতাদের বিজেপি আইটি সেল সম্পর্কে সতর্ক থাকতে বলেছিলেন।

মালব্যর বাংলায় নিয়োগ তৃণমূল কংগ্রেসে উত্তেজনা
রাজ্য বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃষাণু মিত্র সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপির আইটি সেল সম্পর্কে তোপ দেগেছিলেন। বলেছিলেন, কীভাবে বিজেপির আইটি সেল কাজ করে, তা আমি জানি। রাজনৈতিক বিভ্রান্তির মাঝেও মালব্যর বাংলায় নিয়োগ তৃণমূল কংগ্রেসে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এবং ডিজিটাল লড়াইটি তীব্র হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিজেপির আইটি সেল তিল থেকে তাল করার ওস্তাদ। তারা ছোট টিলা থেকে পাহাড় তৈরি করার ক্ষমতা রাখে। এর আগে বাংলার শাসকদল অভিযোগ করেছিল, রাজ্যপাল জগদীপ ধনখড় কী টুইট করবেন সে বিষয়ে গাইড করেন মালব্য। সেই অভিযোগে তৃণমূল সাংসদরা কিছুদিন আগে মালব্যর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।