লালগ্রহের পাথর আসছে পৃথিবীতে, এই প্রথম উদ্যোগ নাসার, প্রাণের অস্তিত্বের দিশার সন্ধানে বিজ্ঞানীরা
মঙ্গল নিয়ে কৌতুহলের শেষ নেই বিজ্ঞানীদের। মঙ্গলের প্রাণের অস্তিত্বের সন্ধানে মরণ পন করেছে নাসা। এবার আগে মঙ্গলে গিয়ে নয় প্রাণ আছে কিনা সেটা যাচাই করে নিয়ে পৃথিবীতে মঙ্গল গ্রহের পাথর নিয়ে আসছে নাসা। গত ১০ নভেম্বর প্রেস রিলিজ বের করে এই তত্য প্রকাশ করেছে নাসা।

প্রেস রিলিজে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার জন্যই মঙ্গল গ্রহের পাথরের টুকরো নমুনা হিসেবে পৃথিবীতে আনা হচ্ছে। মঙ্গল গ্রহের মাটি খুঁড়ে সেখান থেকে পাথর নিয়ে আসা হবে। কয়েকদিন আগে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব নিয়ে দাবি করেছিলেন নাসার গবেষকরা। সেখানে নদী খাত রয়েছে বলে দাবি করা হয়েছিল। রোভারের সাহায্যে একটি টিউবের মধ্যে মঙ্গলের নুড়ি পাথর বন্দি করে পৃথিবীতে নিয়ে আসা হবে।
সেই নুড়ি পাথরের টুকরো পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবেন বিজ্ঞানীরা। মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান পেতেই এই গবেষণা বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত কয়েক বছর ধরেই বিজ্ঞানীরা দাবি করে চলেছেন মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্ভব। কারণ সেখানে জলের অস্তিত্ব ছিল। একাধিক জায়গায় ভূমিরূপ পরীক্ষা করে নাসার বিজ্ঞানীরা সেই দাবি করেছিলেন। তার সত্যতা যাচাই করতেই এই প্রথম মঙ্গল গ্রহের নুড়ি পাথরের টুকরো পৃথিবীতে আনার সাহস দেখাচ্ছেন তাঁরা।